ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আইটিএফের ওপর এবার ক্ষেপেছেন শারাপোভা

প্রকাশিত: ০৫:৫৯, ১৬ এপ্রিল ২০১৭

আইটিএফের ওপর এবার ক্ষেপেছেন শারাপোভা

স্পোর্টস রিপোর্টার ॥ নিজেকে গুটিয়ে রেখেছিলেন। অনেক সমালোচনা আর তর্ক-বিতর্ক হলেও কোন প্রতিক্রিয়া জানাননি মারিয়া শারাপোভা। রাশিয়ান এ সুন্দরী ১৫ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে এ মাসেই ফিরছেন আবার পেশাদার টেনিসে। গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে নিষিদ্ধ ড্রাগ মেলডোনিয়াম গ্রহণের জন্য ডোপটেস্টে পজিটিভ হয়ে ওই নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনি। জার্মানিতে ২৪ এপ্রিল শুরু হবে পোরশে গ্রাঁ প্রিঁ টেনিস। সে আসরে অংশ নেয়ার জন্য পেয়েছেন ওয়াইল্ড কার্ড। যদিও ২৬ এপ্রিল শেষ হবে নিষেধাজ্ঞার মেয়াদ। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার আগ মুহূর্তে অবশেষে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাবেক বিশ্বসেরা শারাপোভা। মেলডোনিয়াম নিষিদ্ধ ড্রাগের তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টি সঠিকভাবে সতর্কবাণী না দেয়ার জন্য তিনি ক্ষুব্ধতা জানিয়েছেন ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের (আইটিএফ) প্রতি। গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে ডোপ টেস্টে পজিটিভ হওয়ার বিষয়টি নিজেই স্বীকার করেছিলেন রাশিয়ান টেনিস তারকা শারাপোভা। সেটা টুর্নামেন্ট কমিটি প্রকাশ করেনি। তবে স্বর্ণকেশী এ সুন্দরী নিজেই সংবাদ সম্মেলন ডেকে মেলডোনিয়াম গ্রহণ এবং ডোপ টেস্টে পজিটিভ হওয়ার বিষয়টি ঘোষণা করেন। ১৫ মাসের নিষেধাজ্ঞা দেয়া হয় তাকে। সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে এ মাসেই। আবার টেনিসের আন্তর্জাতিক প্রতিযোগিতায় নামছেন তিনি ২৪ এপ্রিল পোরশে টেনিস গ্রাঁ প্রিঁ টুর্নামেন্ট দিয়ে। পেয়েছেন ওয়াইল্ড কার্ড। বর্তমান ও সাবেক অনেক তারকাই এর বিরোধিতা করছেন। তবে অনেক তারকাই আবার মাশার এ ফেরার বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন। চিকিৎসার জন্য ১০ বছর ধরেই ওষুধটি গ্রহণ করতেন শারাপোভা। তবে ২০১৫ সালের ডিসেম্বরে বিশ্ব ডোপবিরোধী সংস্থার (ওয়াডা) নিষিদ্ধ ওষুধের তালিকায় মেলডোনিয়ামকে অন্তর্ভুক্ত করা হয়। কারণ বিশেষ কিছু চিকিৎসার জন্য বেশ ফলদায়ক হলেও পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে মেলডোনিয়াম রক্তে উদ্দীপনা ও শারীরিক সক্ষমতার বৃদ্ধি ঘটায়। ওয়াডার দাবি ডিসেম্বরেই শারাপোভাকে মেলডোনিয়াম গ্রহণে বিরত থাকার ব্যাপারে বলা হয়েছিল। তবে শারাপোভা দাবি করেন তিনি বিষয়টি জানতেনই না। তবে শেষ পর্যন্ত ১৫ মাসের নিষেধাজ্ঞা দেয়া হয় শারাপোভাকে। গত বছর অস্ট্রেলিয়ান ওপেন শেষ হওয়ার পরের ঘটনা এগুলো। সাড়া পড়ে গিয়েছিল বিশ্বব্যাপী। সমালোচনা, তর্ক-বিতর্ক চলেছে শারাপোভার পক্ষে-বিপক্ষে। টেনিস ক্যারিয়ার হুমকির মুখে পড়ে সাবেক এ বিশ্বসেরা তারকার। বিশ্বের নামকরা সব প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল হয়। এত নিগৃহীত ও সমালোচনার শিকার হয়েও তেমন কোন প্রতিক্রিয়াই দেখাননি এ গ্ল্যামার টেনিস গার্ল। ফলে সামাজিক ও আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হন সুন্দরী মাশা। অন্তরালে চলে গিয়েছিলেন, তবে জানিয়েছিলেন আবার ফিরবেন টেনিসে। এবার ফেরাটা নিশ্চিত হয়ে গেছে। মাত্র কয়েকদিন পরেই আবার এ গ্ল্যামার গার্লকে দেখা যাবে টেনিস কোর্ট মাতাতে। কিন্তু মাশা ইস্যুতে এখন পর্যন্ত পক্ষে-বিপক্ষে সমালোচনা চলছেই। এবার আর চুপ থাকতে পারলেন না শারাপোভা। তিনি দারুণ ক্ষোভ প্রকাশ করলেন আইটিএফের প্রতি। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘কেন তাদের পক্ষ থেকে আমার কাছে কেউ আসলেন না? ব্যক্তিগতভাবে সরাসরি আমার সঙ্গে কেউ কেন কথা বললেন না? একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অন্তত আসা উচিত ছিল। এটা যে কোন এ্যাথলেটের কাছেই যাওয়া উচিত জরুরী বিষয়ে। এ বিষয়টা এত গোপনীয়ভাবে রাখা হলো কেন? পরবর্তীতে সেটা নিয়ে এত আলোচনাই বা কেন?’ শারাপোভা ক্ষুব্ধ হয়ে উঠলেও তিনি জানিয়েছেন এখন যথেষ্ট সন্তুষ্ট তিনি। বিশেষ করে দোষ স্বীকার করে নিয়ে শাস্তি মাথা পেতে নিয়েছেন সেজন্য আত্মতৃপ্তি কাজ করছে বলে দাবি শারাপোভার। তিনি বলেন, ‘আসলে দোষটা তো আমারই। আমি যা দশ বছর ধরে গ্রহণ করছিলাম সেসব কিছুর ব্যাপারে আগেই অনুমোদন নেয়া ছিল। এ কারণে যেটাই করছিলাম সেটা নিয়ে আমার মধ্যে সন্তুষ্টি ছিল। এরপরও আমি নিজের দোষ স্বীকার করে নিয়েছি। এখন আমি খেলার প্রতি মনোযোগী হতে চাই।’
×