ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

অসি বধকেই সেরা বলছেন কোহলি

প্রকাশিত: ০৫:০৫, ৫ এপ্রিল ২০১৭

অসি বধকেই সেরা বলছেন কোহলি

স্পোর্টস রিপোর্টার ॥ ২০০৫ থেকে ঘরের মাটিতে এ নিয়ে সবকটি দলের বিপক্ষে টানা টেস্ট সিরিজ জিতল ভারত। হিসেবটা ১২ বছরের হলেও আসলে তা নয়। কারণ ২০০৫-এ জিম্বাবুইয়েকে (২-০) এবং ২০০৭-এ পাকিস্তানকে (১-০) হারানোর পর বাকি সাত দেশের বিপক্ষে টানা সাফল্যের সবকটিই এসেছে ২০১৫ সালের পর, শেষ আড়াই বছরে। এ সময়ে শ্রীলঙ্কা (২-১), দক্ষিণ আফ্রিকা (৩-০), নিউজিল্যান্ড (৩-০), ইংল্যান্ড (৪-০) ও বাংলাদেশ (১-০); কাউকেই পাত্তা দেয়নি স্বাগতিকরা। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার টেস্টের সিরিজে ২-১’এর এই জয়টাকেই সেরা বলছেন বিরাট কোহলি। ভারত অধিনায়কের চোখে এটা ছিল সবচেয়ে কঠিন, ‘ইংল্যান্ডের বিপক্ষে জয়টা (সিরিজ) আবেগপূর্ণ হলেও অস্ট্রেলিয়া যেভাবে লড়েছে সেটি আমাকে সত্যি অবাক করেছে। গোটা সিরিজে ওরা কঠিন চ্যালেঞ্জ জানিয়েছে। আমরা বারবার পিছিয়ে পড়েছি, আবার লড়াইয়ে ফিরেছি। সাম্প্রতিক সময়ে তাই এটিই আমাদের সেরা সাফল্য।’ এর মধ্য দিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখে আইসিসির কাছ থেকে মোটা অঙ্কের অর্থ পুরস্কারও নিশ্চিত করল ভারত। পাশাপাশি অসি-বধের জন্য দেশটির বোর্ড (বিসিসিআই) ৫০ লাখ রুপি দেয়ার ঘোষণা দিয়েছে। যার মধ্য থেকে ২৫ লাখ পাবেন কোচ অনিল কুম্বলে, বাকি ২৫ লাখ পাবেন টেস্ট ক্রিকেটাররা। তবে ব্যক্তিগতভাবে কোহলির জন্য সিরিজটা মোটেই ভাল যায়নি। প্রথম তিন টেস্টের পাঁচ ইনিংসে ০, ১৩, ১২, ১৫ ও ৬ রানে আউট হওয়ার পর ইনজুরির জন্য শেষ ম্যাচে মাঠেই নামতে পারেননি। ধর্মশালায় অধিনায়কের দায়িত্ব পালন করেছেন ডেপুটি অজিঙ্কা রাহানে। বড় তারকা কোহলি বলেন ‘অজিঙ্কা দারুণ নেতৃত্ব দিয়েছে। দলে পরিবর্তনগুলো কাজে এসেছে। গোটা মৌসুমই খেলোয়াড়রা একইভাবে খেলে গেছে এবং পারফর্ম করেছে।’ অধিনায়কের দৃষ্টিতে এটি বদলে যাওয়া ভারত, ‘অনেক সময় দেখা যেত আমরা একটি-দুটি সেশনেই ম্যাচের লাগাম প্রতিপক্ষের হাতে তুলে দিতাম। এই মৌসুমে সেটি হয়নি। এটা দলগত নৈপুণ্যের ফল। একজন-দু’জন নয়। সবাই ভাল খেলেছে। অবিশ্বাস্য লেগেছে দলের ফাস্ট বোলারদের ফিটনেস ও লড়াকু মনোভাব। এই মনোভাবটাই আমাদের এগিয়ে দিয়েছে।’ হঠাৎ পাওয়া দায়িত্ব দারুণ উপভোগ করেছেন রাহানে, ‘কৃতিত্বটা সবারই। আমি নেতৃত্বটা উপভোগ করেছি। অধিনায়ক হিসেবে এই জয়ে খুব খুশি। আমি মনে করি এই টেস্টে আমাদের বোলার, ফিল্ডার, ব্যাটসম্যান সকলেই ভাল খেলেছে।’ তবে সিরিজজুড়ে দু’দলের ক্রিকেটারদের অখেলোয়াড়সুলভ আচরণের জন্য যে ফাঁটল তৈরি হয়েছে সেটি জোড়া লাগার নয় বলে মন্তব্য করেছেন কোহলি, ‘ওদের অখেলোয়াড়সুলভ আচরণ নিয়ে যা হওয়ার সেটা হয়ে গেছে। সম্পর্কটা নতুন করে জোড়া লাগানো আমার পক্ষে সম্ভব নয়।’ প্রধান কোচ অনিল কুম্বলে ঘরের মাটিতে টানা সাফল্য বিদেশেও বয়ে নিতে চান। তিনি বলেন, ‘এবার ঘরের মাটিতে চার টেস্টের তিনটাই আমরা নতুন ভেন্যুতে খেলেছি। নিজেরাও জানতাম না পিচ কেমন আচরণ করবে। ছেলেরা দ্রুতই নতুন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে। যা বিদেশের মাটিতে সাফল্য পেতে কাজে লাগবে। বিদেশের মাটিতে জেতার তৃপ্তিটাই আলাদা। আমরা এখন সেভাবে প্রস্তুত হচ্ছি।’ কোহলির নেতৃত্বে উড়ছে ভারত। শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ সফরেও সিরিজ জিতেছে তার দল। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে ভরাডুবির পর ২০১৫ বিশ্বকাপের ঠিক আগে মহেন্দ্র সিং ধোনি অবসর নিলে সাদা পোশাকের দায়িত্ব পান কোহলি। বদলে যাওয়া দলটাকে নিয়ে বস্ কুম্বলে বেশ আত্মবিশ্বাসী, ‘আমাদের হাতে এখন যেমন দল রয়েছে, প্রতিটি পজিশনে ছেলেরা যে রকম খেলছে, তাতে অবশ্যই যে কোন দেশে গিয়ে জিততে পারি। না জেতার কোন কারণ নেই।’
×