ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ফর্মে ফিরতে মরিয়া এ টাইগার পেসারের আইপিএলে না খেলার ইঙ্গিত

মুস্তাফিজের নিজেরও বিশ্বাস হচ্ছে না!

প্রকাশিত: ০৬:২০, ১ এপ্রিল ২০১৭

মুস্তাফিজের নিজেরও বিশ্বাস হচ্ছে না!

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ানডে অভিষেকে টানা দুই ম্যাচে ৫ বা ততোধিক উইকেট। তাও আবার ভারতের মতো শক্তিশালী ব্যাটিংসমৃদ্ধ দলের বিপক্ষে। টি২০তে (২/২০) শুরুটা আরেক পরাশক্তি পাকিস্তানকে নাড়িয়ে দিয়ে। আইপিএলে পা রেখেই সানরাইজার্স হায়দরাবাদকে শিরোপা এনে দিয়েছেনÑ ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে আগমনেই বিশ্ব ক্রীড়াঙ্গনকে নাড়িয়ে দেয়া নাম মুস্তাফিজুর রহমান। ‘কাটার মাস্টার’, ‘দ্য ফিজ’, কত বিশেষণÑ অথচ তিনিই এখন স্রোতের উল্টো পথটা দেখতে পাচ্ছেন। ইনজুরি-অপারেশন থেকে ফেরার পর নিজেকে হারিয়ে খুঁজছেন সেনসেশনাল এ টাইগার পেসার। শ্রীলঙ্কা সফরে প্রথম ওয়ানডেতে ৮.১ ওভারে ৫৬ রান দিয়ে তবু ৩ উইকেট পেয়েছিলেন। কিন্তু দ্বিতীয়টিতে ৮ ওভারে ৬০ রান দিয়ে শিকার সংখ্যা ১। ভক্ত-সমর্থক তো বটেই মুস্তাফিজের নিজেরও যেন বিশ্বাস হচ্ছে না। ‘সত্যি বলতে ওইদিন রাতে আমি ঠিকমত ঘুমাতে পারিনি। মানসিকভাবে খুব হতাশ ছিলাম।’ দ্বিতীয় ওয়ানডের বাজে অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন মুস্তাফিজ। ডাম্বুলায় প্রথম ওয়ানডেতে দল জেতায় শেষ পর্যন্ত হতাশাটা একটু ভুলতে পেরেছিলেন। কিন্তু বৃষ্টিতে পরিত্যক্ত দ্বিতীয় ম্যাচে ৮ ওভারে ৬০ রান দিয়ে ১ উইকেট, ৩১১ রানের পাহাড় গড়েছিল প্রতিপক্ষ। শুরু থেকে শেষ পর্যন্ত মুস্তাফিজের বোলিংয়ে একদমই ধার ছিল না। কাটার-সেøায়ারও ছিল অকার্যকর। ঠিকমতো লাইন-লেন্থ ধরে রাখতে পারেননি। ‘আগের বোলিংটা ফিরে পেতে চেষ্টা করছি। নিজের পারফর্মেন্সে আমি খুশি নই। আয়ারল্যান্ড সফরের আগে আমাকে পুরোপুরি ছন্দে ফিরতেই হবে।’ যোগ করেন তিনি। শ্রীলঙ্কা সফরের পর আগামী মাসে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে খেলবে বাংলাদেশ। সেখানে তৃতীয় দল নিউজিল্যান্ড। ইংল্যান্ডের মাটিতে জুনে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মর্মে ফিরতে মরিয়া আলোচিত এ পেসার। এজন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন মুস্তাফিজ, ‘ওয়ালস (বোলিং কোচ) আমাকে বেশ কিছু পরামর্শ দিয়েছেন। সেগুলো মানার চেষ্টা করছি। ফর্মে আমাকে ফিরতেই হবে।’ কেবল বোলিং কোচই নন, মুস্তাফিজকে স্বরূপে পেতে পুরো বাংলাদেশ ম্যানেজমেন্টই অধীর। আজকের ম্যাচ সামনে রেখে কলম্বোয় অনুশীলনে তাকে নিয়ে বিশেষ সময় পার করেছেন প্রধান কোচ হাতুরুসিংহে। কাঁধের অস্ত্রপচারের আগে ওয়ানডেতে কোন ম্যাচে ওভার প্রতি ৬-এর ওপরে রান দেননি। অথচ নিউজিল্যান্ড সফর দিয়ে ফেরার পর গত চার ম্যাচেই সেই অভিজ্ঞতা হয়েছে তিনবার। ক্রাইস্টচার্চে ১০ ওভারে ৬২ রান দিয়ে ২ উইকেট। ৯.২-২-৩২-২, নেলসনে অবশ্য ভাল করেছিলেন। শ্রীলঙ্কায় দুই ওয়ানডেতে অবস্থা খুবই হতাশাজনক। রান দিয়েছেন ৬.৮৫ ও ৭.৫০ করে। ধূমকেতুর মতো অবির্ভাব হওয়ার পর ১৩ ওয়ানডের ক্যারিয়ারে যা মুস্তাফিজের সবচেয়ে খরুচে বোলিংয়ের নজির। দৃঢ় চরিত্রের অধিকারী কোচ হাতুরুসিংহে অবশ্য এ নিয়ে খুব একটা চিন্তিত নন, ‘ও প্রথম ওয়ানডেতেই ৩ উইকেট পেয়েছিল। দ্বিতীয়টিতে ভিন্ন ভূমিকায় ছিল। পরে বোলিংয়ে এনেছি। মুস্তাফিজকে নিয়ে আমাদের কোন সমস্যা নেই।’ ওদিকে দু’দিন আগে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছিলেন, ফিট থেকে নিজেকে ফিরে পেতে মুস্তাফিজের জন্য আপাতত আইপিএলে না খেলাটাই ভাল হবে। এ প্রসঙ্গে মুস্তাফিজ বলেন, ‘মনে হয় না এবারের আইপিএল খেলতে পারব। মাশরাফি ভাইও পরামর্শ দিয়েছেন, আপাতত চিন্তাটা বাদ দেয়া উচিত। তার পরামর্শ আমি গুরুত্ব দিয়ে বিবেচনা করছি। সামনে জাতীয় দলের লম্বা মৌসুম। আমার ফিট থাকাটা তাই গুরুত্বপূর্ণ।’ আর মুস্তাফিজের আইপিএলে খেলার ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিসিবির দায়িত্বশীল এক কর্মকর্তা। ৬ এপ্রিল শ্রীলঙ্কার সঙ্গে দ্বিতীয় ও শেষ টি২০। মে মাসের ১২ তারিখ শুরু আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। আর ৫ এপ্রিল শুরু হয়ে আইপিএলের দশম আসর শেষ হবে ২১ মে। দল শ্রীলঙ্কা থেকে ফিরলেই মুস্তাফিজের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
×