ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আর্সেন ওয়েঙ্গারের গোস্যা!

প্রকাশিত: ০৫:৪৭, ২২ মার্চ ২০১৭

আর্সেন ওয়েঙ্গারের গোস্যা!

গত বছরই ইংলিশ প্রিমিয়ার লীগের (ইপিএল) জায়ান্ট ক্লাব আর্সেনালের হয়ে ‘কুড়ি’ বছর পূর্ণ করেছেন আর্সেন ওয়েঙ্গার। এই সময়ের মধ্যে মাত্র ১৫টি শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন তিনি। এর মধ্যে বিরান মরুভূমির মতো কাটছে ২০০৪ সাল থেকে। মৌসুমের শুরুতে নতুন করে আশা জাগালেও মাঝামাঝি সময়ে এসেই সুস্পষ্ট হয়ে ওঠে ব্যর্থতার ছাপ। বুধবার তার আর্সেনাল বিদায় নিল উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলো থেকেও। শুধু বিদায় বললে অবশ্য তার কিছুই বলা হবে না, ঘরের মাঠে বেয়ার্ন মিউনিখের দ্বিতীয় লেগে ৫-১ গোলের পরাজয়টা যে ১৯ বছরের ইতিহাসে সবচেয়ে বাজে। অন্যদিকে দুই লেগ মিলিয়ে ১০-২ গোলে জিতে ইউরোপ সেরার এই লড়াইয়ের শেষ আটে জায়গা করে নিয়েছে জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখ। তারপরও স্বাভাবিক আর্সেন ওয়েঙ্গার। তার দাবি, ছেলেরা নিজেদের সেরাটা দিয়েই চেষ্টা করেছে। শুধু তাই নয়, ম্যাচের শেষে তার ভবিষ্যত নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলেও ক্ষোভও প্রকাশ করেন তিনি। এ প্রসঙ্গে আর্সেন ওয়েঙ্গার বলেন, ‘আমি আসলে জানি না কেন আপনারা সবসময় শিরোনাম চান? আমি তো এখানে আমার ভবিষ্যত নিয়ে কথা বলতে আসিনি বরং এখানে ফুটবল কথা বলতে এসেছি। খেলোয়াড়দের কোনকিছুতে অনিশ্চয়তা ছিল বলে আমরা মনে হয়নি। আমরা খুবই ভাল খেলেছি। এই মুহূর্তে আমরা খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেলেও আমি মনে করি ক্লাব খুব ভাল অবস্থানেই আছে। যেটা পরিবর্তন খুব জরুরী সেটা হলো সপ্তাহের শেষে ভাল ফলাফল। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ থেকে বিদায় নিলেও এফএ কাপে আমরা কোয়ার্টার ফাইনাল খেলতে যাচ্ছি। যেখানে আমাদের প্রতিপক্ষ লিঙ্কন সিটি। এই মুহূর্তে আমরা সেদিকেই দৃষ্টি দিতে চাই। সেইসঙ্গে নিজেদের কাজটাও সঠিকভাবে করে যেতে চাই।’ তবে বেয়ার্নের কাছে এমন হার ওয়েঙ্গার খুব সহজে মেনে নিলেও মানতে পারছেন না ক্লাবটির সমর্থকরা। যে কারণেই লজ্জাজনক হারে ইউরোপ সেরার মঞ্চ থেকে আর্সেনালের বিদায়ের পর আর্সেন ওয়েঙ্গারের ওপর চরম ক্ষেপেছে ক্লাবটির সমর্থকরা। ওয়েঙ্গারকে আর এ্যামিরেটস স্টেডিয়ামের ক্লাবটিতে চাইছে না তারা। তাদের দাবি, ওয়েঙ্গার আর্সেনালকে মেরে ফেলছেন। ম্যাচ শেষে এ্যামিরেটস স্টেডিয়ামের বাইরে হাতে ব্যানার নিয়ে তুমুল বিক্ষোভে ফেটে পড়ে গানার-সমর্থকরা। কোন ব্যানারে লেখা, ‘আর্সেন ওয়েঙ্গার, আমরা চাই আপনি চলে যান।’ ‘আর্সেন ওয়েঙ্গার, আপনি ক্লাবটাকে মেরে ফেলছেন।’ আবার কোনটায় লেখা, ‘আমরা আর কোন চুক্তি চাই না। এতে করে বোঝাই যাচ্ছে, যে কোচ ২১ বছর ধরে ক্লাবকে আগলে রেখেছেন, তিনি এখন সমর্থকদের আস্থা হারিয়ে ফেলেছেন। অবশ্য বেশ কয়েকদিন ধরেই জোর গুঞ্জনÑ চলতি মৌসুম শেষেই আর্সেনালের দায়িত্ব ছাড়তে পারেন ৬৬ বছর বয়সী ফরাসী কোচ। ১৯৯৬ সালে আর্সেনালের কোচের দায়িত্ব নেন ওয়েঙ্গার। তার অধীনে এখন পর্যন্ত তিনটি প্রিমিয়ার লীগ, দু’টি এফএ কাপ ও ছয়টি এফএ কমিউনিটি শিল্ডের শিরোপা জেতে গানাররা। এদিকে আর্সেনাল ছাড়ার গুঞ্জন রয়েছে এ্যালেক্সিস সানচেজেরও। প্রিমিয়ার লীগের জায়ান্ট ক্লাবটির সঙ্গে ২৮ বছর বয়সী সানচেজের চুক্তি নবায়নেও অচলাবস্থা। জানা যায়, সাবেক বার্সিলোনা তারকার মনোভাবেই স্পষ্ট তিনি আর্সেনাল ছাড়তে চান। এ জন্যই নাকি দলের স্বার্থে তাকে সাইড বেঞ্চে বসিয়ে রাখা হয়। আসছে সামার ট্রান্সফার উইন্ডোতে সানচেজকে দলে ভেড়ানোর দৌড়ে অবশ্য এগিয়ে এসেছে ফ্রেঞ্চ লীগ ওয়ানের চ্যাম্পিয়ন পিএসজি। জানিয়ে রাখা ভাল যে ২০১৪ সালে স্পেনের জায়ান্ট ক্লাব বার্সিলোনায় নতুন করে ঠিকানা গাড়েন সানচেজ। শুরুতে নিজেকে দারুণভাবে মেলে ধরলেও ক্রমেই নিষ্প্রভ হয়ে পড়েন চিলির এই তারকা ফুটবলার।
×