ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

এবার লেয়ন ঘূর্ণিতে দিশেহারা ভারত

প্রকাশিত: ০৫:১৪, ৫ মার্চ ২০১৭

এবার লেয়ন ঘূর্ণিতে দিশেহারা ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ পুনে টেস্টে ১২ উইকেট নিয়ে ভারতকে একাই ধসিয়ে দিয়েছিলেন স্টিভ ও’কেফে। ঘুরে দাঁড়ানোর কঠিন লড়াই ব্যাঙ্গালুরুতে এবার আরেক অসি স্পিনারে দিশেহারা বিরাট কোহলির দল। নাথান লেয়নের ঘূর্ণিবিষে নীল স্বাগতিকরা প্রথম ইনিংসে অলআউট ১৮৯ রানে। ভারতের মাটিতে ভিনদেশী হিসেবে রেকর্ডসেরা বোলিংয়ের পথে ৮ উইকেট নিয়েছেন অভিজ্ঞ এই ডানহাতি অফস্পিনার। জবাবে প্রথমদিন শেষে বিনা উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪০ রান। অতিথিরা পিছিয়ে ১৪৯ রানে। তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার ২৩ ও তরুণ ম্যাট রেইন শ’ ১৫ রান নিয়ে ব্যাট করছেন। উল্লেখ্য, প্রথম টেস্টে ৩৩৩ রানের লজ্জার হারে চার ম্যাচের সিরিজে ১-০তে পিছিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারত। কঠিন চ্যালেঞ্জ নিয়ে নামা ব্যাঙ্গালুরু টেস্টের শুরুতেই কোণঠাসা কোহলিরা। পুনে টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে চমক দেখিয়েছিলেন আনকোরা বাঁ-হাতি ও’কেফে, এবার জ্বলে উঠলেন অভিজ্ঞ ডানহাতি স্পিনার নাথান লেয়ন। যদিও বলা হয়েছিল ব্যাঙ্গালুরুতে পেসাররা ভাল করবেন। কিন্তু প্রথমদিনেই যেন পুনে টেস্টের পুনরাবৃত্তি। সাজঘরে ফেরার মিছিলে বিশ্বসেরা ব্যাটিং-লাইনে একাই লড়াই করেছেন লোকেশ রাহুল। ওপেনিংয়ে নেমে নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ২০৫ বলে ৯ চারের সাহায্যে করেছেন ৯০ রান। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ ছয় নম্বরে নামা করুণ নায়ারের। সমান ১৭ রান চেতেশ্বর পুজারা ও অজিঙ্কা রাহানোর নামের পাশে। বড় তারকা কোহলি আবাও ব্যর্থ। ১২ রান করে লেয়নের বলে এলবিডব্লিউ হন ভারত অধিনায়ক। প্রথম টেস্টে তার সংগ্রহ ছিল মাত্র ০ ও ১৩। দুর্দান্ত বোলিংয়ের পথে কেবল স্বাগতিকদের গুঁড়িয়েই দেননি, ব্যাঙ্গালুরু টেস্টের প্রথমদিনেই লেয়ন নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। টেস্ট ইতিহাসে ভারতের মাটিতে এ পর্যন্ত সফরকারী দলের হয়ে যত বোলার বল করেছেন এবং প্রথম কিংবা দ্বিতীয় ইনিংসে ৭টির অধিক উইকেট পেয়েছেন, তাদের সবাইকে পেছনে ফেলে সেরা বোলিংয়ের নতুন রেকর্ড গড়েছেন ২৯ বছর বয়সী অস্ট্রেলিয়ান ঘূর্ণি বোলার। প্রতিপক্ষের ১০টি উইকেটের ৮টি তিনি একাই নিয়েছেন।। ২২.২ ওভার বল করে ৪টি মেডেনসহ দিয়েছেন ৫০ রান। ভারতের মাটিতে যা নতুন রেকর্ড। তার আগে আরও তিনজন ভারত সফরে প্রথম কিংবা দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট নিয়েছেন। কিন্তু লেয়ন সবচেয়ে কম রান দিলেন। রেকর্ড গড়ে উঠে এসেছেন শীর্ষ স্থানে। অপর তিনজন দক্ষিণ আফ্রিকার ল্যান্স ক্লুজনার, পাকিস্তানের সিকান্দার বখত ও অস্ট্রেলিয়ার জেসন ক্রেজা। ক্লুজনার ১৯৯৬ সালে কলকাতায় দ্বিতীয় ইনিংসে ২১.৩ ওভারে ৪ মেডেনসহ ৬৪ রান দিয়ে ৮ উইকেট নিয়েছিলেন। আর সিকান্দার বখত দিল্লীতে ১৯৭৯ সালে প্রথম ইনিংসে ২১ ওভার বল করে ৩ মেডেনসহ ৬৯ রান দিয়ে নিয়েছিলেন ৮ উইকেট। ২০০৮ সালে নাগপুর টেস্টের প্রথম ইনিংসে ২১৫ রান দিয়ে ৮ উইকেট নিয়েছিলেন সাবেক অসি স্পিনার ক্রেজা। স্কোর ॥ ভারত প্রথম ইনংস ১৮৯/১০ (৭১.২ ওভার; রাহুল ৯০, মুকুন্দ ০, পুজারা ১৭, কোহলি ১২, রাহানে ১৭, নায়ার ২৬, অশ্বিন ৭, সাহা ১, জাদেজা ৩, যাদব ০*, ইশান্ত ০; লেয়ন ৮/৫০, স্টার্ক ১/৩৯, ও’কেফে ১/৪০, হ্যাজলউড ০/৪২)। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ৪০/০ (১৬ ওভার; ওয়ার্নার ২৩*, রেইন শ’ ১৫*; অশ্বিন ০/১১, জাদেজা ০/৫, ইশান্ত ০/৮, যাদব ০/১৬)। ** প্রথমদিন শেষে
×