ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কার নাটকীয় জয়

প্রকাশিত: ০৬:২৫, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

শ্রীলঙ্কার নাটকীয় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়া সফরে নাটকীয়তায় ভরা প্রথম টি২০তে শেষ ওভারের শেষ বলে পাওয়া ৫ উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল শ্রীলঙ্কা। মেলবোর্নে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে এ্যারন ফিঞ্চের ‘আনকোরা’ অস্ট্রেলিয়া। জবাবে ৫ উইকেট হারিয়ে ইনিংসের শেষ বলে জয় নিশ্চিত করে সফরকারী লঙ্কানরা। বোলিংয়ে ১ উইকেট নেয়ার পর মাত্র ৩৭ বলে ৫২ রানের কার্যকর ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন আসেলা গুনারতেœ। ইনজুরি কাটিয়ে আলোচিত প্রত্যাবর্তনে ২ উইকেট নিয়েছেন তারকা পেসার লাসিথ মালিঙ্গা। এ্যান্ড্রু টাইয়ের করা শেষ ওভারের ৬ বল থেকে লঙ্কানদের প্রয়োজন ছিল ৬ রান। প্রথম বল ডট নিয়ে অতিথিদের চাপে ফেলেন অস্ট্রেলিয়ান পেসার। পরের তিন বলে তিনটি সিঙ্গেল। ২ বলে দরকার ৩ রান। পঞ্চম বলে ২ রান নিয়ে সমীকরণটাকে ‘১ বলে ১ রানে’ নামিয়ে আনেন চামারা কাপুগেদারা। এ্যান্ড্রু টাই বলটা করলেন অফ স্ট্যাম্পের বাইরে, ফুল লেংথে। কাপুগেদারা হয়তো এত সহজ বল আশাই করেননি। একেবারে ক্রিকেট ব্যাকরণ মেনে ফ্রন্ট ফুটে খেললেন কাভার ড্রাইভ... চার। ঠা া মাথায় দলকে অসাধারণ এক জয় এনে দেন কাপুগেদারা (১০*) ও সেকুগে প্রসন্ন (৮*)। তার আগে স্মিথ, ডেভিড ওয়ার্নাররা নেই, দলে তিন অভিষিক্ত, বিশেষজ্ঞ ব্যাটসম্যান মোটে তিনজন। তারপরও লড়াইয়ের পুঁজি পেতে সমস্যা হয়নি অস্ট্রেলিয়ার। ৩৬ বছর বয়সে অভিষেকে ৩৮ রান করেন ক্লিঙ্গার। অধিনায়ক এ্যারন ফিঞ্চের সঙ্গে গড়েন ৭৬ রানের জুটি। সর্বোচ্চ ৪৩ রান করতে ৩৪ বল খেলেন ফিঞ্চ। সর্বশেষ টি২০ খেলা অস্ট্রেলিয়া দলের মাত্র চারজন খেলেন মেলবোর্নে। তাদের একজন ট্র্যাভিস হেড ২৫ বলে করেন ৩১ রান। শেষের দিকে টার্নার (১৮), ফকনারের (১৪*) দৃঢ়তায় দেড় শ’ ছাড়ায় অসিদের সংগ্রহ। ২০১৪ সালের ফেব্রুয়ারির পর প্রথমবারের মতো খেলতে নেমে ২৯ রানে ২ উইকেট নেন মালিঙ্গা। লক্ষ্য তাড়ায় শূন্য রানে ফেরেন এ্যাঞ্জেলো ম্যাথুজের অনুপস্থিতিতে নেতৃত্ব পাওয়া থারাঙ্গা। প্রভাব পড়তে দেয়নি নিরোশান ডিকভেলা-দিলশা মুনাবিরার ৭৪ ও আসেলা গুনারতেœ-মিলিন্দা সিরিবর্ধনের ৬০ রানের জুটি। ক্যারিয়ার সেরা ইনিংস খেলা মুনাবিরা ৬টি চারে ৪৪ ও গুনারতেœ ৭টি চারে ৫২ রান করে ফেরেন। স্কোর ॥ অস্ট্রেলিয়া ১৬৮/৬ (২০ ওভার; ফিঞ্চ ৪৩, ক্লিঙ্গার ৩৮, হেড ৩১, হেনরিকস ১৭, টার্নার ১৮, ফকনার ১৪*, পেইন ০, কামিন্স ০*; মালিঙ্গা ২/২৯, কুলাসেকারা ০/৩৮, সঞ্জয়া ১/৩৫, প্রসন্ন ০/২৩, সান্দাকান ১/৩০, গুনারতেœ ১/১১)। শ্রীলঙ্কা ১৭২/৫ (২০ ওভার; দিকওয়েলা ৩০, থারাঙ্গা ০, মুনাবিরা ৪৪, গুনারতেœ ৫২, সিরিবর্ধনে ১৫, কাপুগেদারা ১০*, প্রসন্ন ৮*; কামিন্স ১/২৯, স্ট্যানলেক ০/৪২, ফকনার ০/২৭, টাই ০/৩২, জ্যাম্পা ২/২৬, টার্নার ২/১২)। ফল ॥ শ্রীলঙ্কা ৫ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ আসেলা গুনারতেœ।
×