ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

প্লেসিস-মিলারের শতকে বড় জয় প্রোটিয়াদের

প্রকাশিত: ০৪:১৪, ৩ ফেব্রুয়ারি ২০১৭

প্লেসিস-মিলারের শতকে বড় জয় প্রোটিয়াদের

স্পোর্টস রিপোর্টার ॥ ডারবানে দ্বিতীয় ওয়ানডেতে ১২১ রানের বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করেছে দক্ষিণ আফ্রিকা। এ জয়ের ফলে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা। প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের বড় জয় পেয়েছিল প্রোটিয়ারা। দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ৩০৭ রানের বড় সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকা। ফাফ ডু প্লেসিস ও ডেভিড মিলার শতক হাঁকান। জবাবে শুরু থেকে উইকেট হারাতে থাকা লঙ্কানরা ৩৭.৫ ওভারে ১৮৬ রানে গুটিয়ে যায়। বড় জয়ের পর দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স এটাকে প্রায় নিখুঁত নৈপুণ্য বলেই দাবি করেছেন। বিশেষ করে দুই সেঞ্চুরিয়ান প্লেসিস ও মিলারের ভূয়সী প্রশংসা করেন তিনি। টস জিতেও আগে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় লঙ্কানরা। আগের ম্যাচে টস হেরে প্রথম ব্যাটিং করে বিপর্যয়ে পড়েছিল তারা। এদিন লঙ্কানদের সিদ্ধান্ত সঠিক মনে হয়েছে দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ে নেমে ১০৮ রানেই ৪ উইকেট খুইয়ে বসার পর। দারুণ বোলিং করছিলেন সফরকারী বোলাররা। সাজঘরে ফিরেছিলেন হাশিম আমলা, কুইন্টন ডি কক, ভিলিয়ার্স ও জেপি ডুমিনি। কিন্তু এরপর সফরকারী বোলারদের ওপর চড়াও হয়েছেন প্লেসিস ও মিলার। পঞ্চম উইকেটে তারা ১১৭ রানের দারুণ জুটি গড়েন। আর এতে করেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় দক্ষিণ আফ্রিকা। প্লেসিস ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি হাঁকান। তিনি ১২০ বলে ৭ চার ও ১ ছক্কায় ১০৫ রান করে বিদায় নেন। তবে মিলার উইকেটে থেকে রানের গতি বাড়াতে থাকেন। শেষ ৮ ওভারে আরও ৮২ রান যোগ হয়। মিলার ক্যারিয়ারের পঞ্চম শতক হাঁকিয়ে অপরাজিত থাকেন। তিনি ৯৮ বলে ৩ চার ও ৬ ছক্কায় ১১৭ রান করেন। ৬ উইকেটে ৩০৭ রানের বড় সংগ্রহ পেয়ে যায় তারা। সুরাঙ্গা লাকমাল নেন ৫৪ রানে দুই উইকেট। জবাব দিতে নেমে শুরুটা ভালই হয়েছিল লঙ্কানদের। ৪৫ রানের উদ্বোধনী জুটিও গড়ে ওঠে। কিন্তু এরপর থেকেই বিপর্যয়ের শুরু। ব্যাটসম্যানদের ব্যর্থতায় একের পর এক উইকেট হারাতে থাকে তারা। কেউ বড় কোন রান করতে পারেননি। প্রোটিয়া বোলাররা দারুণ লাইন-লেন্থে বল করে আটকে রাখেন লঙ্কান ব্যাটসম্যানদের। সর্বোচ্চ ৩৬ রান করেন দিনেশ চান্দিমাল। ১২ ওভার ১ বল বাকি থাকতেই ১৮৬ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। দুটি করে উইকেট নেন ওয়েন পারনেল, ইমরান তাহির ও ডুমিনি। জয়ের পর ভিলিয়ার্স বলেন, ‘চমৎকার নৈপুণ্য দেখিয়েছে ফাফ ও ডেভিড। দুর্দান্ত পার্টনারশিপটাই আমাদের শুরুতে ৪ উইকেট হারিয়ে ফেলা থেকে ভাল অবস্থান নিশ্চিত করেছে। পরে প্রথম ১০ ওভার ওরা ভাল করেছে। কিন্তু আমাদের দারুণ কিছু বোলার আছে এবং জরুরী মুহূর্তে তাদের দিয়ে আমরা উইকেট শিকার করতে পেরেছি। সার্বিকভাবে আমি বলব প্রায় নিখুঁত নৈপুণ্য দেখাতে পেরেছি আমরা।’
×