ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) শুরু আজ

প্রকাশিত: ০৫:৪৯, ২৮ জানুয়ারি ২০১৭

বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ দেশের একমাত্র প্রথম শ্রেণীর ফ্র্যাঞ্চাইজি লীগ বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল)। এই লীগের চারটি আসর হয়ে গেছে। দুইবারই চ্যাম্পিয়ন হয়েছে ওয়ালটন মধ্যাঞ্চল। ২০১২-১৩ মৌসুমে একবার ও ২০১৫-২০১৬ মৌসুমে গত আসরে আরেকবার শিরোপা জিতে মধ্যাঞ্চল। এবার সেই শিরোপা অক্ষুণœœ রাখতে চায় দলটি। আজ বিসিএলের পঞ্চম আসরের শুরুর দিনে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে লড়াই দিয়ে লীগ শুরু করবে মধ্যাঞ্চল। সেই সঙ্গে শিরোপা ধরে রাখার লক্ষ্যেও এগিয়ে যাওয়া শুরু হয়ে যাবে। মধ্যাঞ্চলের কোচ, অধিনায়ক থেকে শুরু করে ওয়ালটনের কর্মকর্তারাও শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখছেন। কোচ মিজানুর রহমান বাবুল বলেছেন, ‘আশা করছি এবারও ওয়ালটন মধ্যাঞ্চল চ্যাম্পিয়ন হবে।’ অধিনায়ক মোশাররফ হোসেন রুবেল বলেন, ‘আমাদের দলটি এবার শক্তিশালী। বিশেষ করে ব্যাটিংয়ে। দলকে চ্যাম্পিয়ন করাতে পারব।’ ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম বলেছেন, ‘আমরা অন্যান্য দল থেকে বেশ আগে অনুশীলন শুরু করেছি। দলও শক্তিশালী। আশা করছি এবারও চ্যাম্পিয়ন হব। টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে দল এগিয়ে যাবে। চারবার লীগ হয়েছে। এরমধ্যে দুইবারই আমরা শিরোপা জিতেছি। এবারও জিতব আশাকরি।’ ওয়ালটনের সহকারী ডিরেক্টর মিলটন আহমেদ জানান, ‘আমরা চ্যাম্পিয়ন হতে বদ্ধপরিকর। অনুশীলনও খুব ভাল হচ্ছে। দল বগুড়ায় অনুশীলন করেছে। সব ক্রিকেটারই স্বতস্ফূর্তভাবে অনুশীলন করেছে। দলের সঙ্গেও আছি আমি। আশা করছি টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে পাঁচবারের লীগে সর্বোচ্চ তৃতীয়বার শিরোপা জিততে পারব।’ বরাবরের মতোই লীগে চারদল অংশ নিচ্ছে। একটি দল আছে বিসিবির। দলগুলো হচ্ছে : ওয়ালটন মধ্যাঞ্চল, প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল, বিসিবি উত্তরাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। চার মৌসুমের মধ্যে দুই মৌসুমে দক্ষিণাঞ্চলও চ্যাম্পিয়ন হয়। ২০১৩-১৪ মৌসুমে মধ্যাঞ্চল থেকে শিরোপা ছিনিয়ে নেয় দক্ষিণাঞ্চল। ২০১৪-১৫ মৌসুমেও শিরোপা ঘরে তোলে। টানা দুইবার শিরোপা জিতে। এরপর আবার মধ্যাঞ্চল শিরোপা পুনরুদ্ধার করে। এবার আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উত্তরাঞ্চলের বিপক্ষে ম্যাচ দিয়ে দক্ষিণাঞ্চল তাদের মিশন শুরু করবে। তবে দল হিসেবে এবার অনেক শক্তিশালী মধ্যাঞ্চল। এবারও বিসিএলে জাতীয় দলের তারকা ক্রিকেটাররা অনুপস্থিত। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে দলের ক্রিকেটাররা এখন দেশে আছেন। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে যারা ছিলেন, তাদের মধ্যে তারকা ক্রিকেটাররা বিসিএল খেলবেন না। ভারত ও শ্রীলঙ্কা সফরের প্রাথমিক দলে থাকা কয়েকজন ক্রিকেটার খেলবেন। ওয়ালটন মধ্যাঞ্চলের শুভাগত হোম, তানভীর হায়দার, আব্দুল মজিদ, প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন, আল-আমিন হোসেন, বিসিবি উত্তরাঞ্চলে নাসির হোসেন, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলে মেহেদি মারুফ, লিটন কুমার দাস, এবাদত হোসেন খেলবেন। এ ক্রিকেটাররা যদি প্রথম খেলায় খুব ভাল কিছু করতে পারেন, তাহলে ভারতের বিপক্ষে ৯ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া একমাত্র টেস্টটিতে জায়গা করে নিতে পারবেন। বিসিএলের লীগ পর্ব শেষ হবে ৭ মার্চ। প্রতিটি দল লীগ পর্বে তিনটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট তালিকায় যে দুটি দল সবার ওপরে থাকবে, তারা ফাইনালে মুখোমুখি হবে। চারদিনের লীগ হলেও ফাইনাল ম্যাচটি হবে পাঁচদিনের। সেই ফাইনালে খেলার সঙ্গে শিরোপায় চোখ রেখেছে ওয়ালটন মধ্যাঞ্চল।
×