ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

তবু ওপেন করবেন কোহলি

প্রকাশিত: ০৫:৪৯, ২৮ জানুয়ারি ২০১৭

তবু ওপেন করবেন কোহলি

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে হঠাৎ করেই এ্যাঙ্কেলের ইনজুরিতে পড়েছেন স্টিভেন স্মিথ। আসন্ন নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের ‘চ্যাপেল-হ্যাডলি’ ওয়ানডে সিরিজে তাই অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন ম্যাথু ওয়েড। কারণ গুরুত্বপূর্ণ ভারত সফর সামনে রেখে টানা খেলার মধ্যে থাকা সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে আগেই এই সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে। দুই তারকার অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার ২৪তম ওয়ানডে ‘অধিনায়ক হিসেবে’ অভিষেকের অপেক্ষায় উইকেটরক্ষক-ব্যাটসম্যান ম্যাথু ওয়েড। ঘরের মাটিতে ওয়ানডে সিরিজে পাকিস্তানকে ৪-১ ব্যবধানে হারায় অসিরা। সেখানে সামনে থেকে নেতৃত্ব দেন স্মিথ। ফর্মে থাকা অবস্থায় এই ইনজুরিতে কিছুটা হতাশ তিনি। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পক্ষ থেকে জানান হয়েছে, নিয়মিত অধিনায়ক ভারত সফরের আগেই সুস্থ হয়ে উঠবেন এবং দুবাইয়ের ট্রেনিং ক্যাম্পে যোগ দিতে পারবেন। পরিবর্তে ২১ বছর বয়সী স্যাম হেজলেটকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বড় দুই তারকার অনুপস্থিতি সত্ত্বেও চেনা প্রতিপক্ষের মধ্যে ‘চ্যাপেল-হ্যাডলি’ ট্রফির লড়াইটা জমজমাট হবে বলেই ধারণা করা হচ্ছে। কারণ সম্প্রতি ঘরের মাটিতে বাংলাদেশকে টেস্ট, ওয়ানডে ও টি২০ তিন ভার্সনেই ‘হোয়াইটওয়াশ’ করে উজ্জীবিত কেন উইলিয়ামসনের দল। অকল্যান্ডের সোমবার প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দু’দল। পরের দু’টি ম্যাচে ২ ও ৫ জানুয়ারি। এরপর নিজেদের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টি২০ (১৭, ১৯ ও ২২ ফেব্রুয়ারি) খেলবে অস্ট্রেলিয়া। পরদিনই ভারতের মাটিতে শুরু চার ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এমন সাংঘর্ষিক সূচীর কারণে লঙ্কানদের বিপক্ষে টি২০তে টেস্ট দলে থাকা কারোরই খেলা হচ্ছে না। আলোচিত ভারত সফরের আগে কুলিন অসিরা দুবাইয়ে কন্ডিশনিং ক্যাম্প করবে। ওয়ার্নারের পাশাপশি উসমান খাজাকেও ‘চ্যাপেল-হ্যাডলি’ সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে। ফলে দলে ফিরেছেন এ্যারন ফিঞ্চ ও শন মার্শ। নিউজিল্যান্ডে এই দু’জনকেই ব্যাট হাতে ইনিংস ওপেন করতে দেখা যাবে। তারকা অলরাউন্ডার মিচেল মার্শের ইনজুরির কারণে আরেক অলরাউন্ডার মার্কাস স্টইনিসকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচক বোর্ডের প্রধান ট্রেভর হোন্স বলেন, ‘ওয়ার্নার টানা ক্রিকেটের মধ্যে, বিশ্রাম নিয়ে ভারত সফরে চাঙ্গা হয়ে ফিরতে পারবে। অধিনায়ক স্মিথ দারুণ ছন্দে ছিল। হঠাৎ ইনজুরিতে সে নিজেও কিছুটা হতাশ, তবে এর ওপর কারও হাত নেই। আশা করছি সহসা সেরে উঠবে এবং দুবাইয়ের কন্ডিশনিং ট্রেনিংয়েই থাকতে পারবে।’ অস্ট্রেলিয়া ওয়ানডে দল ॥ ম্যাথু ওয়েড (অধিনায়ক ও উইকেটরক্ষক), এ্যারন ফিঞ্চ, শন মার্শ, পিটার হ্যান্ডসকম্ব, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, জেমস ফকনার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, এ্যাডাম জাম্পা, জস হ্যাজেলউড, বিলি স্টানলেক ও স্যাম হেজলেট।
×