ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সেরেনার চমক বাগদান নিয়ে

প্রকাশিত: ০৬:২৪, ৮ জানুয়ারি ২০১৭

সেরেনার চমক বাগদান নিয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছরের শেষভাগে বিশ্বকে বড় চমক উপহার দিয়েছেন সেরেনা উইলিয়ামস। ৩৫ বছর বয়সী এ মার্কিন টেনিস তারকা বড়দিনের উৎসব শেষেই ঘোষণা দেন তার বাগদান হয়ে গেছে এ্যালেক্সিস ওহানিয়ানের সঙ্গে। সামাজিক যোগাযোগের মাধ্যম রেডিট ডট কমের সহপ্রতিষ্ঠাতা ওহানিয়ানের সঙ্গে আংটি বদল হয়ে গেলেও সেটার কোন ছবি এখন পর্যন্ত প্রকাশ করেননি টেনিস বিশ্বের সম্রাজ্ঞী সেরেনা। হিরের এক আংটি পেয়েছেন ওহানিয়ানের কাছ থেকে, তবে সেটা দেখার সুযোগ হয়নি কারও। তবে একের পর এক চমক দিয়ে সমর্থকদের আগ্রহটা ধরে রেখেছেন সেরেনা। এবার অভিনব এক আংটির ছবি প্রদর্শন করেছেন ইনস্টাগ্রামে। ছবিতে দেখা গেছে আংটির পাথরের স্থলে মেক্সিকান খাবারের বিশেষভাবে ডিজাইন করা প্রতিকৃতি। ইনস্টাগ্রামে ও রেডিটে বিশেষ এক কবিতা ও রোমানিয়ান ডিজাইনে তৈরি এক গাড়িতে চড়া ছবি প্রদর্শন করে শুধু বাগদানের বিষয়টা সেরেনা জানিয়েছেন ভক্ত-সমর্থক ও ফলোয়ারদের। এবার নতুন ধররের ডিজাইন করা এক আংটি প্রদর্শন করেছেন। সেখানে জনপ্রিয় মেক্সিকান খাবার ট্যাকোর ক্ষুদ্র সংস্করণ যুক্ত করা হয়েছে আংটির পাথরের স্থলে। হাতে নিয়ে সেটার তোলা ছবি ইনস্টাগ্রামে দিয়েছেন সেরেনা। কিছুদিন আগে নিজের একটা ছবি দিয়েছিলেন কোটের পকেটে হাত ঢুকানো অবস্থায়। ফলে সেখানেও ভক্তরা হাতের অনামিকায় কোন আংটি পরেছেন কিনা তা দেখতে পারেনি কেউ। এভাবেই নিজের বাগদান নিয়ে মজা করেই চলেছেন সেরেনা আর একের পর এক চমক দিয়ে চলেছেন। মিসবাহ প্রসঙ্গে রমিজ-মিয়াঁদাদের ভিন্ন মত স্পোর্টস রিপোর্টার ॥ সিডনি টেস্ট হেরে অস্ট্রেলিয়ার কাছে ৩-০তে ‘হোয়াইটওয়াশ’ হয়েছে পাকিস্তান। টানা ছয় টেস্টে ভরাডুবির পর র‌্যাঙ্কিংয়ে তিন থেকে পাঁচে নেমে গেছে। যথারীতি অধিনায়ক মিসবাহ-উল হককে নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। দ্বিতীয় টেস্টে হারের পরই যিনি অবসরের ইঙ্গিত দিয়ে পরে আবার চুপ করে গেছেন। সাবেক পাকিস্তান অধিনায়ক ও দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) সিইও রমিজ রাজার মতে, ৪২উর্ধ মিসবাহর এখনই অবসর নেয়া উচিত। ব্যাটিংয়ে-নেতৃত্বে অধিনায়কের পারফর্মেন্সের সমালোচনা করেছেন। তবে গ্রেট জাভেদ মিয়াদদ এই মুহূর্তে মিসবাহর অবসরের পক্ষে নন। কারণ টেস্টে অধিনায়ক হিসেবে বিকল্প দেখছেন না তিনি। বরাবরই ঠোঁটকাটা স্বভাবের রমিজ বলেন, ‘মিসবাহর সময় শেষ। ওর আর পাকিস্তানকে দেয়ার কিছু নেই। ব্যাট হাতে ফর্ম হারিয়েছে, ফিল্ড প্লেসমেন্ট থেকে শুরু করে মাঠের নেতৃত্বও ভুলে ভরা। আমার মনে হয় দলের বেশিরভাগ সদস্য ওর নেতৃত্ব উপভোগ করছে না। তাই বলে আমি তার অবদানকে অস্বীকার করছি না। কিন্তু দেশের ক্রিকেটের ভবিষ্যতের স্বার্থেই তার অবসর নেয়া উচিত।’ গত আগস্ট-সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে ২-২এ ড্র করার পর এই মিসবাহর নেতৃত্বেই প্রথমবারের মতো র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল পাকিস্তান। সেই তারাই এবার টানা দুই সিরিজে ‘হোয়াইটওয়াশ’, টানা ছয় ম্যাচে হার, র‌্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে নেমে যাওয়া- এসবই ঘটল মাত্র কয়েক মাসের ব্যবধানে।
×