ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আগস্টে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৬:৩০, ৮ ডিসেম্বর ২০১৬

আগস্টে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডের সফল বাংলাদেশ সফরের পর আন্তর্জাতিক তারকা ক্রিকেটারদের নিয়ে এখন চলছে (ঢাকা ও চট্টগ্রামে) বিপিএল। যা দেখে আত্মবিশ্বাসী হয়ে উঠছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। নিরাপত্তার অযুহাতে এক বছর আগে বাতিল হয়ে যাওয়া সিরিজ খেলতে আগামী আগস্টেই বাংলাদেশে আসার বিষয়টি গভীরভাবে ভাবছে তারা। সিএ’র গুরুত্বপূর্ণ এক কর্তার বরাত দিয়ে স্থানীয় ডেইলি টেলিগ্রাফ পত্রিকার খবরে এমনটাই জানান হয়েছে। ‘আমরা অতিদ্রুত বাংলাদেশ সফরে যাওয়ার বিষয়ে খুবই আশাবাদী। এখন বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এ সংক্রান্ত রিপোর্ট সিএ’র গবর্নিং বডি পর্যালোচনা করে দেখছে। আশা করছি দ্রুতই সফরের ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্তে আসা যাবে।’ টেলিগ্রাফকে বলেন সিএ’র ওই কর্মকর্তা। প্রতিবেদনটিতে বলা হয়েছে, বাংলাদেশ সফরের বিষয়টি অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড (সিএ) অত্যন্ত ইতিবাচকভাবে বিবেচনা করছে। যদিও এখনও অনুমোদন দেয়া কিংবা কোন বিষয়ে বোর্ড আনুষ্ঠানিক মন্তব্য করেনি। আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হতে পারে এই সিরিজ। নিরাপত্তার কারণে আগস্টের নিকটবর্তী কোন সময় পাকাপাকি ঘোষণা দেবে অস্ট্রেলিয়া। বলা হচ্ছে, বাংলাদেশ সফরের পর ইংলিশ ক্রিকেটার এবং মিডিয়ার ইতিবাচক মন্তব্য অসিদের উৎসাহিত করেছে। ক্রিকেটারদের দেয়া নিñিদ্র নিরাপত্তা বিশ্ব মিডিয়ায় প্রশংসিত হয়। খোদ ইংল্যান্ড টেস্ট অধিনায়ক এ্যালিস্টার কুক সোশ্যাল মিডিয়ায় সব দেশকে বাংলাদেশে আসার আহ্বান জানান। এরপরই অসিদের ‘ভয়’ কাটতে শুরু করে। তবে যেসব ক্রিকেটার এই সফরে যেতে চাইবে না তাদের জোর করা হবে না। প্রত্যেককেই নিজের মতামত জানানোর স্বাধীনতা দেয়া হবে। সিএ’র হেড অব সিকিউরিটি সিয়ান ক্যারল সম্প্রতি বাংলাদেশ সফর করে গেছেন। তিনি ইংল্যান্ড দলকে দেয়া নিরাপত্তার বিষয়গুলো বোঝার চেষ্টা করেন এবং সন্তুষ্ট হয়েই ফিরে যান। কোন ঝামেলা ছাড়া ইংল্যান্ড সিরিজ শেষ হওয়ায় ক্রিকেট অস্ট্রেলিয়া চূড়ান্তভাবে বাংলাদেশে সিরিজ খেলার ব্যাপারে চিন্তা-ভাবনা করছে। নতুন ২০১৭তে বিদেশের মাটিতে বাংলাদেশ অবশ্য ব্যস্ত সময় পার করবে। প্রথমে চলতি মাসে নিউজিল্যান্ড, এরপর ভারত ও শ্রীলঙ্কা সফর। আছে আয়ারল্যান্ড-ত্রিদেশীয় সিরিজ এবং ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০১৮ সালের জানুয়ারিতে ফিরতি সফরে বাংলাদেশে আসবে লঙ্কানরা। ফেব্রুয়ারিতে জিম্বাবুইয়েকে নিয়ে হবে ত্রিদেশীয় ওয়ানডে। তাই আগস্টে অসিরা এলেও সিরিজের আকার কি হবে সেটি জানতে সময় লাগবে। অস্ট্রেলিয়া সর্বশেষ ২০০৬ সালে বাংলাদেশ সফর করে। সেবার ফতুল্লা ও চট্টগ্রামে দুই টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জেতে রিকি পন্টিংয়ের দল।
×