ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আরামবাগকে রুখে দিল বারিধারা

প্রকাশিত: ০৬:১২, ১৫ নভেম্বর ২০১৬

আরামবাগকে রুখে দিল বারিধারা

স্পোর্টস রিপোর্টার ॥ নিজেদের ভাগ্যকে দুষতেই পারে আরামবাগ ক্রীড়া সংঘ। খেলায় আগে এগিয়ে গিয়েও পরে গোল হজম করে পয়েন্ট খুইয়েছে তারা। সোমবার ‘জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ ফুটবলে নিজেদের চেয়ে অনেক খর্বশক্তির দল উত্তর বারিধারা ক্লাবের সঙ্গে জিততে পারেনি তারা। ময়মনসিংহের বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে তারা ১-১ গোলে ড্র করে। এই ড্রতে ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে একধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে এল আরামবাগ। পেছনে ফেলল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। পক্ষান্তরে সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আগের মতো তলানিতেই (১২ দলের মধ্যে দ্বাদশ) রয়ে গেল বারিধারা। ম্যাচের ৪ মিনিটে মাঠের ডানপ্রান্ত থেকে মনসুর আমিনের বাড়ানো বল বক্সে পেয়ে চমৎকার দক্ষতায় গোল করেন আরামবাগের ফরোয়ার্ড সাজিদুর রহমান সাজিদ (১-০)। ৩১ মিনিটে সাজিদ বল পেয়ে বারিধারার বক্সে ঢুকে শট নিলেও তা বিপদমুক্ত করেন প্রতিপক্ষ ডিফেন্ডাররা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের মাত্রা বৃদ্ধি করে বারিধারা। ৫০ মিনিটে ডানপ্রান্ত থেকে সাররা কামারা শট নিলে দক্ষতার সঙ্গে কর্নারের বিনিময়ে দলকে রক্ষা করেন আরামবাগের অধিনায়ক গোলরক্ষক মিতুল হাসান। তবে ৫৩ মিনিটের সময় এবার আর নিজের পোস্টকে অক্ষত রাখতে পারেননি মিতুল। মনির আলমের পাস বক্সে বুক দিয়ে রিসিভ করে দারুণ এক বাই সাইকেল কিকে বল জালে পাঠান কামারা (১-১)। অনেকের মতেই এটি ছিল আন্তর্জাতিক মানের গোল। ৫৭ মিনিটে সবুজের কর্নার বক্সে পেয়ে বক্র শট নেন কামারা। বল অল্পের জন্য চলে যায় বাইরে। ৬২ মিনিটে ফাঁকায় বল পেয়ে বারিধারার খেলোয়াড় সুজন বিশ্বাস দূরপাল্লার যে কৌনিক শট নেন, তা অল্পের জন্য জড়ায়নি জালে। ৭৬ মিনিটে লিমার পাসে বদলি খেলোয়াড় সুমন বক্সে শট নিলেও তা বিপদমুক্ত করেন আরামবাগের ভাসানী। পরের মিনিটেই আবারও বক্সে বল পেয়ে হেড নেন সুমন। তবে বল বিপদমুক্ত করতে সমর্থ হন আরামবাগের ডিফেন্ডাররা। ৮২ মিনিটে বক্সের বাইরে থেকে আব্দুল্লাহর কৌনিক শট অল্পের জন্য জড়ায়নি জালে। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতাতেই শেষ হয় ম্যাচ। প্রথম লেগে বারিধারাকে ২-১ গোলে হারিয়েছিল আরামবাগ। আজ মুক্তিযোদ্ধার মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন। এই ম্যাচ দিয়েই ময়মনসিংহ ভেন্যুর খেলা শেষ হবে।
×