ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সাত দল নিয়ে বিপিএল শুরু শুক্রবার

প্রকাশিত: ০৬:২৭, ৩ নভেম্বর ২০১৬

সাত দল নিয়ে বিপিএল শুরু শুক্রবার

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ জিতে ইতিহাসের সেরা অর্জন পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সেই আনন্দের মুহূর্তগুলো ভালভাবে সতীর্থ, পরিবার, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের সঙ্গে কাটাতেও পারল না দলের ক্রিকেটাররা। এরমধ্যে দুয়ারে কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল টি২০)। মাঝখানে আজকের দিনটিই বাকি। শুক্রবার থেকেই শুরু হয়ে যাবে বিপিএল। বিপিএলে চতুর্থ আসরে এবার অংশ নিচ্ছে সাত দল। বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স, বরিশাল বুলস, চিটাগং ভাইকিংস, ঢাকা ডায়নামাইটস, খুলনা টাইটান্স, রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস রয়েছে। শুক্রবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস। ম্যাচটি দুপুর ২টায় শুরু হবে। দিনের পরের ম্যাচে রাত সাতটায় রংপুর রাইডার্স ও খুলনা টাইটান্স মুখোমুখি হবে। শুক্রবার শুরু হয়ে পুরো টুর্নামেন্টটি ৪৬ দিন চলবে। ৯ ডিসেম্বর ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে টুর্নামেন্ট। যদি সেদিন বৃষ্টি হয়, তাহলে রিজার্ভ ডে’তে খেলা হবে। সেক্ষেত্রে ১০ ডিসেম্বর শেষ হতে পারে টুর্নামেন্ট। শুক্রবার থেকে একটানা ১৩ নবেম্বর পর্যন্ত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর ও রাতে খেলা হবে। এরপর ১৭ নবেম্বর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হবে। ২২ নবেম্বর পর্যন্ত চট্টগ্রামে খেলা হবে। এরপর আবার ২৫ নবেম্বর থেকে টানা শেষ পর্র্যন্ত মিরপুরে খেলা হবে। প্রথমে ১০দিন মিরপুরে খেলা থাকবে। এরপর তিনদিন বিরতি দিয়ে চট্টগ্রামে ৬দিন খেলা হবে। চট্টগ্রাম পর্ব শেষে আবার মিরপুরে ১৫দিন খেলা হবে। এবার নিয়ে চতুর্থবারের মতো হবে বিপিএল। গত তিন আসরের মধ্যে প্রথম দুইবার ঢাকা গ্ল্যাডিয়েটর্স চ্যাম্পিয়ন হয়। যে দলটি ম্যাচ গড়াপেটায় জড়িত থাকায় আর টুর্নামেন্টে অংশ নিতে পারেনি। গত আসরে চ্যাম্পিয়ন হয় নতুন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তিনবারই চ্যাম্পিয়ন শিরোপা বাংলাদেশ দলের নির্ধারিত ওভারের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার হাতে শোভা পায়। কারণ, চ্যাম্পিয়ন দলগুলোর অধিনায়ক যে তিনিই ছিলেন। প্রথম দুইবার না হয় শিরোপা জেতার মতো দল ছিল ঢাকা। চ্যাম্পিয়ন হয়েছেও। কিন্তু তৃতীয় আসরে দুর্বল একটি দল কুমিল্লা চ্যাম্পিয়ন হয়। সেই দলের নেতৃত্বেও ছিলেন মাশরাফি। এবারও বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেতৃত্বেই থাকছেন মাশরাফি। বিপিএলে খেলার জন্য খেলোয়াড় বাছাই সেপ্টেম্বরেই হয়ে গেছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সে দেশী খেলোয়াড়দের মধ্যে মাশরাফি বিন মর্তুজা, ইমরুল কায়েস, লিটন দাস, আল আমিন জুনিয়র, নাজমুল হোসেন শান্ত, নাহিদুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন আছেন। বিদেশী ক্রিকেটারদের মধ্যে সোহেল তানভীর, ইমাদ ওয়াসিম, আসার জাইদি, রশিদ খান, নুয়ান কুলাসেকেরা, থিসারা পেরেরা, খালিদ লতিফ, শাহজাইব হাসান, জ্যাসন হোল্ডার রয়েছেন। বরিশাল বুলসে দেশী ক্রিকেটারদের মধ্যে মুশফিকুর রহীম, আল আমিন হোসেন, তাইজুল ইসলাম, আবু হায়দার রনি, শামসুর রহমান, কামরুল ইসলাম রাব্বী, নাদিফ চৌধুরী ও বিদেশী ক্রিকেটারদের মধ্যে দিলশান মুনাবীরা, রুম্মান রইস খান, কার্লোস ব্রেথওয়েট, মোহাম্মদ নেওয়াজ, জশুয়া কব রয়েছেন। চিটাগং ভাইকিংসে দেশী ক্রিকেটার তামিম ইকবাল, তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়, আব্দুর রাজ্জাক, শুভাশীষ রায়, জহুরুল ইসলাম, নাজমুল হোসেন মিলন ও বিদেশী ক্রিকেটারদের মধ্যে ক্রিস গেইল, ডোয়াইন স্মিথ, শোয়েব মালিক, চতুরঙ্গ ডি সিলভা, মোহাম্মদ নবী, গ্র্যান্ট এলিয়ট, ইমরান খান জুনিয়র, জীবন মেন্ডিস ও টায়মাল মিলস আছেন। ঢাকা ডায়নামাইটসে দেশীদের মধ্যে সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, সানজামুল ইসলাম, আলাউদ্দিন বাবু, সোহরাওয়ার্দী শুভ, মেহেদী মারুফ ও বিদেশী ক্রিকেটার কুমার সাঙ্গাকারা, আন্দ্রে রাসেল, মাহেলা জয়াবর্ধনে, ডোয়াইন ব্র্যাভো, এভিন লুইস, রবি বোপারা, সেকুগে প্রসন্ন, ওয়েন পারনেল ও উসামা মির আছেন। রংপুর রাইডার্সে দেশী ক্রিকেটারদের মধ্যে সৌম্য সরকার, আরাফাত সানি, মোহাম্মদ মিঠুন ও দেশী ক্রিকেটারদের মধ্যে রুবেল হোসেন, সোহাগ গাজী, জিয়াউর রহমান ও নাঈম ইসলাম এবং বিদেশীদের মধ্যে শহীদ আফ্রিদি, শারজিল খান, বাবর আজম, মোহাম্মদ শাহাজাদ, ডাসুন শানাকা, গিডরন পোপ, রিচার্ড গ্লিসন, নাসির জামশেদ, সচিত্র সেনানায়েকে ও জিহান রুপাসিংহে রয়েছেন। খুলনা টাইটান্সে দেশী ক্রিকেটারদের মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ, মোশাররফ হোসেন রুবেল, শফিউল ইসলাম, শুভাগত হোম, আরিফুল হক, আব্দুল মজিদ, অলক কাপালী ও বিদেশী ক্রিকেটারদের মধ্যে নিকোলাস পুরান, রিকি ওয়েসেলস, কেভন কুপার, মোহাম্মদ আসগর, বেনি হাওয়েল, লেন্ডল সিমন্স, বেন লাফলিন, আন্দ্রে ফ্লেচার ও জুনাইদ খান রয়েছেন। রাজশাহী কিংসে দেশী ক্রিকেটারদের মধ্যে সাব্বির রহমান রুম্মান, নূরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক, ফরহাদ রেজা, নাজমুল ইসলাম, রকিবুল হাসান ও বিদেশী ক্রিকেটারদের মধ্যে ড্যারেন সামি, মোহাম্মদ সামি, মিলিন্ডা শ্রীবর্ধনা, উপুল থারাঙ্গা ও সামিত প্যাটেল আছেন।
×