ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শেখ জামালে থাকতে চাচ্ছেন না ওয়েডসন

প্রকাশিত: ০৬:০৭, ২৩ অক্টোবর ২০১৬

শেখ জামালে থাকতে চাচ্ছেন না ওয়েডসন

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর ‘জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ ফুটবলের প্রথম পর্ব শেষ হয়েছে গত বৃহস্পতিবার। ইতোমধ্যে শুরু হয়ে গেছে মধ্যবর্তীকালীন দলবদল। শেষ হবে ৩১ অক্টোবর। ১ নবেম্বর থেকে আবারও মাঠে গড়াবে লীগ। ফলে নতুন করে দলগঠনে ব্যস্ত ক্লাবগুলো। লীগের বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানম-ি ক্লাব তাদের বিদেশী ফুটবলারদের নিয়ে আছে বেকায়দায়। শুরুটা ভাল করলেও পরে ১৯ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে থেকে প্রথম লেগ শেষ করে জামাল। নিজেদের স্থানীয় আট ফুটবলারকে আইনী জটিলতায় হারিয়ে জোড়াতালি দিয়ে দলগঠন করেছিল জামাল। তারপরও লীগে বেশ ভালই খেলছিল দলটি। এর কারণ জামালের তিন বিদেশী ফুটবলার- গাম্বিয়ার ল্যান্ডিং ডার্বোয়ে, হাইতির ওয়েডসন এ্যানসেলমে এবং নাইজিরিয়ার এমেকা ডার্লিংটন। বিশেষ করে ওয়েডসন ছিলেন জামালের সবচেয়ে বড় অস্ত্র। প্রথম লেগে ৯ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আছেন দুই নম্বরে। কিন্তু সেই ওয়েডসনই এখন থাকতে চাইছেন না জামালে! এ প্রসঙ্গে ক্লাবের ম্যানেজার আনোয়ারুল করিম হেলাল বলেন, ‘আমাদের বিদেশী ফুটবলাররা নিজের দেশে ফিরে যেতে অস্থির হয়ে পড়েছে। বিশেষ করে ওয়েডসন। ওর আগে থেকেই পারিবারিক সমস্যা ছিল। এর মধ্যে হাইতিতে বন্যা হয়েছে। সে আর থাকতে চাচ্ছে না।’ যদিও এ মৌসুমের শেষ পর্যন্ত ওয়েডসনের সঙ্গে চুক্তি আছে জামালের। গত দুই ম্যাচে ওয়েডসনের খেলা ছিল হতাশাজনক। কারণটা হাইতির বন্যা। হেলাল জানান, ‘আমরা তাকে নিয়ে আলোচনায় বসব। শেষ চেষ্টা করব ওকে রাখতে। নইলে আরও দু’তিনজন বিদেশী খেলোয়াড় আনব।’ প্রতি ক্লাব রেজিস্ট্রেশন করিয়েছে ৩৫ খেলোয়াড়, সেখানে জামালের আছে মাত্র ১৫ খেলোয়াড়। কারণটা ওই আট ফুটবলারকে আইনী লড়াইয়ে হারান। এর সঙ্গে যুক্ত হচ্ছে প্রায় প্রতি ম্যাচেই খেলোয়াড়দের কার্ড সমস্যা। অন্যদিকে ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান কম বাজেটে গড়েছে এ মৌসুমের দল। লীগে তাদের অবস্থা বেশ শোচনীয়, ১২ দলের মধ্যে আছে ১০ নম্বরে। কাঁপছে অবনমনের শঙ্কায়! ভরাডুবি সামলাতে তাদেরও লক্ষ্য ভালমানের বিদেশী ফুটবলার আনার। জানা গেছে ক্যামেরুনের জাতীয় দলে খেলা এক ফুটবলারকে আনছে সাদা-কালো শিবির। মোট তিনজন খেলোয়াড় পরিবর্তনের জন্য প্রক্রিয়া শুরু করেছে ক্লাবটি। এদিকে দলের অবস্থা বিচারে চ্যাম্পিয়নশিপের তকমা ধরে রাখার আশা কিছুটা ফিকে মনে হলেও এখনও সম্ভাবনা শেষ হয়ে যায়নি বলে মনে করেন শেখ জামালের ম্যানেজার হেলাল। অন্যদিকে মোহামেডানের লক্ষ্য সেরা ৬-এর মধ্যে থেকে লীগ শেষ করার।
×