ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মরগানের সমালোচনায় সাবেকরা

প্রকাশিত: ০৬:৪৬, ১৬ সেপ্টেম্বর ২০১৬

মরগানের সমালোচনায় সাবেকরা

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ড ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ইয়ন মরগান ও এ্যালেক্স হেলস যে বাংলাদেশ সফরে আসতে চান না, তা আগেই জানা গেছে। এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে, দুইজনেরই না আসা। আর তাতে করে সমালোচনাতেও বিদ্ধ হচ্ছেন মরগান ও হেলস। বিশেষ করে, সাবেক ক্রিকেটাররা মরগানকেই বেশি তুলোধুনো করছেন। মরগান ও হেলস ছাড়া পুরো শক্তির ইংল্যান্ড দলই আসবে। এরপরও হতাশা থেকেই যাচ্ছে। নিয়মিত অধিনায়কই যে নাই। হতাশা ইংল্যান্ড ক্রিকেট ভক্তদের জন্য যেমন, বাংলাদেশ ভক্তদের জন্যও তেমনই। তবে মরগান না আসায় ইংল্যান্ডেরই যেন ক্ষতিটা বেশি হয়ে যাচ্ছে। তাতে করে ইংলিশ ক্রিকেট ভক্তদের হতাশা আরও বাড়তে পারে। কারণ, বাংলাদেশের কাছে সর্বশেষ পাঁচ ম্যাচের তিনটিতেই হেরেছে ইংল্যান্ড। সর্বশেষ টানা দুই ম্যাচেই ইংল্যান্ডের হার হয়েছে। গত বছর ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরেই বিদায় নেয় ইংল্যান্ড। নিজ দেশে আবার বাংলাদেশ গত বছর যে স্বর্ণ সময় কাটিয়েছে, এর ছোঁয়া ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও থাকলে ইংলিশদের বিপদই আছে। সিরিজ কোনভাবে হেরে গেলে ইংল্যান্ড ক্রিকেট ভক্ত, সমর্থকরা হতাশ তো হবেনই। মরগান ও হেলস যে সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তা ইংল্যান্ড ক্রিকেট বোর্ডই (ইসিবি) জানিয়ে দিয়েছে। আজ ইংল্যান্ডের দল ঘোষণা করা হবে। আর তখনই কারা থাকছেন ওয়ানডে সিরিজে তা বোঝা যাবে। ইসিবির ক্রিকেট পরিচালক এ্যান্ড্রু স্ট্রস হতাশা প্রকাশ করেছেন। বলেছেন, ‘ইয়ন (মরগান) আর এ্যালেক্সের (হেলস) সিদ্ধান্ত আমরা বুঝি, সম্মান করি। তারপরও বাংলাদেশ সফরে যে ওরা যাচ্ছে না, এতে আমরা খুবই হতাশ। বাংলাদেশ সফরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমরা সব খেলোয়াড়ের সঙ্গে খোলাখুলি ও সততার সঙ্গে? আলোচনা করেছি। ?এই পর্যায়ে আমরা আশা করছি, আর কোন খেলোয়াড় এই সফর থেকে সরে যাবে না। বাংলাদেশ সফরের চূড়ান্ত দল ঘোষণা করা হবে শুক্রবার।’ স্ট্রস আবার আশ্বস্তও করেছেন, ‘ইংল্যান্ডের যে কোন বিদেশী সফরেই খেলোয়াড় ও দলের কর্মীদের নিরাপত্তা ইসিবির কাছে সব সময়ই সর্বোচ্চ গুরুত্ব পায়। পাঁচ সপ্তাহ ধরে আমাদের সফরে আমরা বাংলাদেশের পরিস্থিতি ক্রমাগতভাবে পর্যবেক্ষণ করে যাব। পরামর্শ এবং সঠিক পদক্ষেপগুলোই নেব।’ তিন ওয়ানডে ও দুই টেস্ট খেলতে ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে আসবে ইংল্যান্ড। শুরুতে ওয়ানডে সিরিজ ও পরে টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে। এজন্য ওয়ানডে দলই আগে আসবে বাংলাদেশে। মরগানকেই মূলত সমালোচনায় পড়তে হচ্ছে। সে যে অধিনায়ক। তাই তো ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন ও নাসির হুসেইন বলছেন, ‘ক্ষতিটা শুধু মরগানেরই।’ ব্রিটিশ ডেইলি টেলিগ্রাফ ও মেইলে নিজেদের কলামে মরগানের সিদ্ধান্তকে ভুল বলেছেন তারা। ডেইলি টেলিগ্রাফে ভন লিখেছেন, ‘সবার পরামর্শ নেয়ার পরও মনে রাখতে হবে আপনি ইংল্যান্ডের অধিনায়ক। কঠিন পরিস্থিতিতে দলকে নেতৃত্ব দেয়াই দায়িত্ব। ইংল্যান্ডের অধিনায়কত্ব করাটা বেশ সম্মানের বিষয়। দায়িত্ব নেয়ার সময় আপনি স্বপ্ন দেখেছেন দলকে গৌরবের মুহূর্ত উপহার দেবেন, দলের সাফল্যে নেতৃত্ব দেবেন। কিন্তু দায়িত্ব নেয়ার সময় এটাও জানতেন আপনাকে হয় তো এমন কাজ করতে হতে পারে যা আপনার পছন্দ নয়। একজন ভাল অধিনায়কের বড় গুণ হলো সে সতীর্থদের এমন কোন কাজ করতে বলবে না যা তার নিজের পছন্দ নয়।’ মরগান না আসলেও সতীর্থরা ঠিকই আসছেন। আর এটাই মরগানের ভুল হচ্ছে বলে ভন জানান, ‘আমি বলব মরগান খুব বড় ভুল করল। খেলোয়াড়েরা হয় তো সংবাদ সম্মেলনে ওকে সমর্থন করে কথা বলবে। কিন্তু মনে মনে কিন্তু তারা এটাও বলবে কঠিন সময়ে অধিনায়ক পাশে থাকছে না।’ নিজ মাটিতে বাংলাদেশ অনেক ভয়ঙ্কর দল। তাই সেরা দলটাই ইসিবি পাঠাতে চাইছিল। কিন্তু মরগান না আসাতে সেটিতে কমতি পড়েছে। বিশেষ করে যখন টানা দুই ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরেছে ইংল্যান্ড। নাসির হুসেইন মনে করেন, ‘নেতা হিসেবে ওর দরকার ছিল দল ও বোর্ডকে এটা বোঝানো যে সফরে যাওয়া ঠিক হবে না। কিন্তু সিদ্ধান্ত যখন হয়েই গেল, তখন উচিত ছিল দলের সঙ্গে যাওয়া। এরপর সে (মরগান) যখন সতীর্থদের উদ্দীপ্ত করার চেষ্টা করবে, তখন হয় তো কেউ একজন পাল্টা জবাব দেবে, ‘একটু থামুন, আমরা যখন ঝুঁকি নিয়েও বাংলাদেশে যাই তখন আপনি আমাদের সঙ্গে ছিলেন না। আমরা যখন ট্যাংক ও স্নাইপারদের প্রহরায় ছিলাম, আমরা যখন হোটেল কক্ষে বন্দী ছিলাম তখন আপনি কোথায় ছিলেন?’ দলে তার কর্তৃত্ব খর্ব হবেই।
×