ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বগুড়ায় উচ্ছেদে প্রভাবশালীদের স্থাপনায় হাত পড়ে না

প্রকাশিত: ০৬:২৬, ৭ সেপ্টেম্বর ২০১৬

বগুড়ায় উচ্ছেদে প্রভাবশালীদের স্থাপনায় হাত পড়ে না

স্টাফ রিপোর্টার,বগুড়া অফিস ॥ ব্যাপক তোড়জোড় করে বগুড়ায় রেললাইনের দু’পাশ থেকে সোমবার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান হয়েছে। তবে রেল লাইনের ২০ ফুটের মধ্যে পাকা স্থাপনা প্রতিবারের মতো এবারও উচ্ছেদের বাইরে থেকে গেছে। উচ্ছেদ হয়েছে রেললাইনের পাশে থাকা অস্থায়ী (হকারদের) ভাসমান স্থাপনা। সকাল থেকে দুপুর পর্যন্ত এই উচ্ছেদ অভিযানে প্রায় ৪ শতাধিক অস্থায়ী স্থাপনা হয়। আর অবৈধ পাকা স্থাপনা উচ্ছেদ হয়েছে ৬টি। রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান ভূসম্পতি কর্মকর্তা ড.আব্দুল মান্নানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জোহাসহ রেলের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রেল সূত্র জানায়, চলতি বছরের বগুড়ায় এটি রেলওয়ের তৃতীয় দফার অভিযান। প্রতি অভিযানে অস্থ্য়াী স্থাপনা উচ্ছেদ হলেও কয়েকদিন পর তা আবার আগের অবস্থানে ফিরে যায়। আর ঢাকঢোল পিটিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চললেও রেল আইন লঙ্ঘন করে রেল লাইনেরর ২০ ফুটের মধ্যে থাকা কয়েক শ’ স্থাপনা ঠিকই থেকে যায়। বগুড়ার তিনমাথা রেলগেট থেকে রেলব্রিজ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটর এলাকায় প্রায়ই রেললাইন ঘেঁষে পাকা দোকানপাট নির্মাণ করা হচ্ছে। বেশির ভাগ দোকানপাট আবার ১০/১৫ ফুটের মধ্যে। এভাবে সারিবদ্ধভাবে মার্কেটও গড়ে উঠেছে। অথচ রেলওয়ের আইন অনুযায়ী রেললাইনের অন্তত ২০ ফুটের মধ্যে কোন স্থাপনা নির্মাণ করা যাবে না। আর এ প্রক্রিয়া চলছে বছরের পর বছর ধরে। সোমবার উচ্ছেদ অভিযানের নেতৃত্বে থাকা প্রধান ভূসম্পত্তি কর্মকর্তা রেললাইনের ২০ ফুটের মধ্যে স্থাপনা অবৈধ হিসেবে স্বীকার করে বলেন, লোকবল আর প্রয়োজনীয় বাজেট না থাকায় অনেক সময় প্রয়োজনীয় অভিযান চালানো যায়না। পশ্চিমাঞ্চল ভূসম্পতি বিভাগে ৯৭টি বিভিন্ন পদ থাকলেও জনবল রয়েছে ৫৭ জন। অবৈধ দখলদার চিহ্নিত করতে যে লোকবল রয়েছে তা যথেষ্ট নয়। বাকৃবির স্নাতক ভর্তি পরীক্ষা ২৯ অক্টোবর বাকৃবি সংবাদদাতা ॥ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের (লেভেল-১ সেমিস্টার-১) ভর্তি পরীক্ষার আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা ৭ সেপ্টেম্বর থেকে আগামী ৬ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এ বছর আবেদনের ন্যূনতম যোগ্যতা চতুর্থ বিষয় ছাড়া এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় সর্বমোট জিপিএ ৯ নির্ধারণ করা হয়েছে। পদার্থ, রসায়ন, গণিত ও জীববিদ্যা বিষয়ে মোট ১০০ নম্বরের লিখিত পরীক্ষা এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ওপর ১০০ নম্বরসহ মোট ২০০ নম্বরে মেধাতালিকা প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (যঃঃঢ়://ধফসরংংরড়হ.নধঁ.বফঁ.নফ) পাওয়া যাবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংবাদদাতা, রংপুর থেকে জানান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৩ থেকে ১৭ নবেম্বর অনুষ্ঠিত হবে। মোবাইল ফোনের মাধ্যমে আগামী ২০ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। মঙ্গলবার কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম নূর-উন-নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
×