ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-ভুটান ম্যাচ মঙ্গলবার

প্রকাশিত: ০৪:২৮, ৫ সেপ্টেম্বর ২০১৬

বাংলাদেশ-ভুটান  ম্যাচ মঙ্গলবার

স্পোর্টস রিপোর্টার ॥ এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের প্লে অফের ম্যাচে মঙ্গলবার অতিথি ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচের আগে দু’দলই অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছে। কোচ টম সেইন্টফিটের নেতৃত্বে রবিবারও ঘাম ঝরানো অনুশীলন করেছেন মামুনুল, সোহেলরা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফুটবলাররা অনুশীলন করেছেন। তবে অনুশীলনের জন্য আজ বঙ্গবন্ধু স্টেডিয়াম পাচ্ছে না তারা। কেননা এএফসি অনুর্ধ ১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ম্যাচ হবে। এ কারণে আজ বাংলাদেশ দল কমলাপুল স্টেডিয়ামে ও সফরকারী ভুটান আর্মি স্টেডিয়ামে অনুশীলন করবে। বিসিএল হচ্ছে না, ২৫ সেপ্টেম্বর শুরু এনসিএল স্পোর্টস রিপোর্টার ॥ অনেক আগেই সিদ্ধান্ত হয়েছিল বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এ প্রথম শ্রেণীর ক্রিকেট আসরটি আপাতত অনুষ্ঠিত হচ্ছে না। কারণ ওই সময় জাতীয় দলের ক্রিকেটাররা ব্যস্ত থাকবেন আন্তর্জাতিক ক্রিকেটে। সে কারণে তাদের ছাড়া বিসিএল খেলতে আপত্তি আছে ফ্র্যাঞ্চাইজিগুলোর। এ কারণে বিসিএল আপাতত স্থগিত করে লঙ্গার ভার্সনের জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এক সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান। সিদ্ধান্ত অনুসারে ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রথম শ্রেণীর ক্রিকেটে দেশের বড় আসর এনসিএল। ইংল্যান্ডের বিপক্ষে অক্টোবরে বাংলাদেশ দলের ঘরোয়া সিরিজ। সেই সিরিজে আছে তিন ওয়ানডে ও দুই টেস্ট। এ কারণে বিসিবি চেয়েছিল বিসিএল আয়োজনের মাধ্যমে ক্রিকেটারদের লঙ্গার ভার্সনের ক্রিকেটে কিছুটা প্রস্তুত করে তুলতে। কিন্তু হুট করে আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজ নিশ্চিত হয়ে গেছে। সেটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ড সিরিজের আগেই। এ কারণে স্বাভাবিকভাবেই জাতীয় দলের ক্রিকেটাররা খেলতে পারবেন না বিসিএলে। এ কারণে ফ্র্যাঞ্চাইজিগুলো জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়া খেলতে অসম্মতি জানিয়েছে। তাই আপাতত বিসিএল না করে জাতীয় ক্রিকেট লীগ আয়োজনেরই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
×