ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আর্জেন্টিনা দলে মেসির ফেরা নিয়ে সংশয়

প্রকাশিত: ০৬:৩০, ৩১ আগস্ট ২০১৬

আর্জেন্টিনা দলে মেসির ফেরা নিয়ে সংশয়

স্পোর্টস রিপোর্টার ॥ অভিমানে আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন লিওনেল মেসি। অনেক চেষ্টা, তদবির করে বার্সিলোনা তারকার মন গলানো হয়। এরপর অবসর ভেঙ্গে ফিরে আসার সিদ্ধান্ত নেন ক্ষুদে জাদুকর। সবাই অপেক্ষা করছিলেন বিশ্বকাপ বাছাই ফুটবলে উরুগুয়ের বিপক্ষে ম্যাচেই ফিরবেন মেসি। বৃহস্পতিবার রাতে হবে ম্যাচটি। কিন্তু বার্সিলোনার হয়ে ম্যাচে ইনজুরি আক্রান্ত হওয়ায় আর্জেন্টিনার হয়ে মেসির ফেরা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। এ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে স্প্যানিশ লা লিগার ম্যাচে চোট পান মেসি। এই ইনজুরির কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েও দিয়েছে বার্সিলোনা। ফলে মেসিকে আবার আর্জেন্টিনার জার্সি গায়ে দেখার জন্য অপেক্ষা আরও বাড়তে পারে। উরুগুযের বিপক্ষে ম্যাচের পর ৬ সেপ্টেম্বর আর্জেন্টিনা মুখোমুখি হবে ভেনিজুয়েলার। গুরুত্বপূর্ণ এই ম্যাচ দুটিতে মেসিকে শেষ পর্যন্ত মাঠে পাওয়া না গেলে কিছুটা বিপাকেই পড়ে যাবে আর্জেন্টিনা। কারণ ইনজুরির কারণে আগেই ছিটকে গেছেন আক্রমণভাগের দুই গুরুত্বপূর্ণ সদস্য সার্জিও এ্যাগুয়েরো ও জ্যাভিয়ের পাস্টেরো। এ দু’জনের বাছাইপর্বের ম্যাচ দুটিতে খেলতে না পারা নিশ্চিত। মেসির স্বাস্থ্য পরীক্ষা করে দেখা গেছে, বাঁম হ্যামস্ট্রিংয়ে চোট আছে। তবু মেসি আর্জেন্টিনায় উড়ে গেছেন দলের সঙ্গে যোগ দিতে। যদি শেষ মুহূর্তে খেলা যায়। কিছুটা সম্ভাবনা থাকার কারণেই দেশের হয়ে খেলার জন্য আর্জেন্টিনা অবস্থান করছেন ফিফা সেরা ফুটবলার। বিশ্বকাপ বাছাইপর্বে এখন পর্যন্ত অবশ্য ভাল অবস্থানেই আছে আর্জেন্টিনা। প্রথম ছয় ম্যাচ শেষে ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আকাশি-সাদা জার্সিধারীরা। ১০ দলের এই বাছাইপর্ব থেকে শীর্ষ চার দল সরাসরি পেয়ে যাবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকেট। পঞ্চম স্থানে থাকা দলকে খেলতে হবে প্লে অফ। ১৩ পয়েন্ট নিয়ে প্রথম ও দ্বিতীয় স্থানে আছে উরুগুয়ে ও ইকুয়েডর। অবসর ভেঙ্গে ফেরা মেসি জাতীয় দলের হয়ে খেলতে এখনও অনুপ্রাণিত বলে মনে করেন আর্জেন্টিনার কোচ এডগার্ডো বাউজা। গত জুনে কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির কাছে হেরে যাওয়ার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। পরে নতুন কোচ বাউজার সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত পাল্টে ফেরার সিদ্ধান্ত নেন বার্সিলোনার এই তারকা ফরোয়ার্ড। মেসির প্রশংসা করে আর্জেন্টাইন কোচ বলেন, আমাদের আলোচনার সময় মেসি দেখিয়েছে যে, সে খুবই অনুপ্রাণিত। আমরা কোপা আমেরিকা, বিশ্বকাপ নিয়ে কথা বলেছিলাম। মেসি সত্যিকারের নেতা। সে দলে থাকা মানেই বাড়তি অনুপ্রেরণা। এদিকে মেসির সঙ্গে নতুন চুক্তি করতে আলোচনা চলছে বলে জানিয়েছেন বার্সিলোনা সভাপতি জোজেপ মারিয়া বার্টোমেউ। বর্তমানে বার্সার সঙ্গে ২০১৮ সাল পর্যন্ত খেলার চুক্তি আছে মেসির। তবে দলের সেরা তারকাকে এর পরেও ধরে রাখতে নতুন চুক্তি করতে চায় লা লিগা চ্যাম্পিয়নরা। গত জুলাইয়ে খবর রটেছিল, নতুন চুক্তি সম্পন্ন করতে দুই পক্ষই সমঝোতায় পৌঁছেছে। বার্সা সভাপতির কথা অনুযায়ী, ২৯ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ডের আনুষ্ঠানিকভাবে নতুন চুক্তিতে সই করাটা এখন শুধু সময়ের বিষয় মাত্র। বার্টোমেউ বলেন, মেসির চুক্তিতে এখনও দুই বছর আছে, কিন্তু আমরা (চুক্তি) নবায়ন করতে তার সঙ্গে কথা বলব। কারণ আমরা চাই সে এখানেই খেলা চালিয়ে যাক। সে আমাদের সম্পদ। আমরা তা হারাতে চাই না। এবারের লা লিগায় এখন পর্যন্ত হওয়া বার্সিলোনার দুটি ম্যাচেই খেলেছেন মেসি। প্রথম ম্যাচে রিয়াল বেটিসকে ৬-২ ব্যবধানে উড়িয়ে দেয়া ম্যাচে জোড়া গোল করেন তিনি। আর এ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ইভান রাকিটিচের গোলে কোনরকমে জয় পায় বার্সা।
×