ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

টেবিল টেনিসের দলগত ও পুরুষ দল স্বর্ণ উপহার দিয়েছে চীনকে

রিওতে চীনের দুঃসময়

প্রকাশিত: ০৬:৪১, ১৯ আগস্ট ২০১৬

রিওতে চীনের দুঃসময়

স্পোর্টস রিপোর্টার ॥ আট বছর আগে অলিম্পিকের আয়োজক ছিল চীনের রাজধানী বেজিং। জাঁকজমক উদ্বোধন থেকে শুরু করে বর্ণিল সমাপনীর সেই আসর এখনও পুলকিত করে বিশ্বের ক্রীড়ামোদী মানুষদের। শুধু তাই নয়, সেবার স্বর্ণপদক জিতেও বিশ্বকে চমকে দিয়েছিল চীনের এ্যাথলেটরা। ৫১ স্বর্ণ, ২১ রৌপ্য ও ২৮ ব্রোঞ্জসহ মোট ১০০ পদক নিয়ে শীর্ষ থেকে মহাযজ্ঞ শেষ করেছিল স্বাগতিক চীন। পরের বছর লন্ডন অলিম্পিকে শীর্ষস্থান ধরে রাখতে না পারলেও ৩৮ স্বর্ণ, ২৯ রৌপ্য ও ২১ ব্রোঞ্জসহ মোট ৮৮ পদক নিয়ে যুক্তরাষ্ট্রের পরেই ছিল চীনের অবস্থান। তবে রিও অলিম্পিকে পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেন এশিয়ার পরাশক্তি হিসেবে বিবেচিত চীন। টুর্নামেন্টের ১২তম দিন শেষে তাদের জেতা স্বর্ণপদকের সংখ্যা ১৯। এছাড়া ১৫ রৌপ্য এবং ২০ ব্রোঞ্জসহ মোট ৫৪ পদক নিয়ে তিন নাম্বারে অবস্থান করছে চীন। তাই হতাশ দেশটির ক্রীড়ামোদীরা। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তো, রিও অলিম্পিককে চীনাদের ‘ফ্লপ’ বলে শিরোনাম করেছে বুধবার। এদিকে ১২তম দিনে চীনকে স্বর্ণপদক উপহার দিয়েছে চীনের পুরুষ টেনিস দল। ফাইনালে পুরুষ দল ৩-১ ব্যবধানে জাপানকে পরাজিত করে স্বর্ণপদক জয়ের স্বাদ পায়। পুরুষদের এই ইভেন্টে চীনের এটি টানা তৃতীয় স্বর্ণজয়ের রেকর্ড। এর আগে চীনকে স্বর্ণপদক উপহার দিয়েছে দেশটির মহিলা টেবিল টেনিস দলও। শক্তিশালী জার্মানিকে ৩-০ ব্যবধানে হারিয়ে টেবিল টেনিসের দলগত স্বর্ণ জিতে চীন। চীনের এই দলের সদস্য তিনজন হলেনÑ লি জিয়াওজিয়াও, লিউ শিওয়েন ও ডিং নিং। প্রতিভান খেলোয়াড় ডিং নিংয়ের জন্য রিওতে এটি দ্বিতীয় স্বর্ণ। এর আগে মহিলা এককে লিকে হারিয়ে রিও অলিম্পিকের প্রথম স্বর্ণপদক জিতেছিলেন ডিং নিং। রিওতে এবার টানা চার স্বর্ণপদক জয়ের লক্ষ্যে খেলতে নেমেছিলেন কেরি ওয়ালশ জেনিংস। কিন্তু অলিম্পিক বিচ ভলিবলে ব্রাজিলের কাছে ২-০ গোলে হারায় স্বপ্নভঙ্গ হলো তার। সতীর্থ এপ্রিল রোজকে নিয়ে ব্রোঞ্জপদক জয়ের ম্যাচে ছিটকে পড়েছেন তিনি। রিও অলিম্পিকের পদক তালিকায় চীন নিজেদের পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে না পারলেও দুর্বার গতিতে এগুচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সময় বৃহস্পতিবার পর্যন্ত ৩০ স্বর্ণ, ৩২ রৌপ্য এবং ৩১ ব্রোঞ্জপদকসহ মোট ৯৩ পদক নিয়ে সবার উপরে অবস্থান করছে তারা।
×