ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কসোভোর কেলমেন্দির ইতিহাস

প্রকাশিত: ০৬:৪০, ৯ আগস্ট ২০১৬

কসোভোর কেলমেন্দির ইতিহাস

স্পোর্টস রিপোর্টার ॥ সদ্যই স্বাধীনতা পেয়েছে কসোভা। স্বাধীনতা পাওয়ার পর রিও অলিম্পিকেই প্রথমবারের মতো খেলার সুযোগ পেল কসোভো। আর রিওতে অংশ নিয়েই বাজিমাত করেছে দেশটি। কসোভাকে প্রথম সোনার পদক এনে দিয়েছেন জুডোকা মাইলিন্দা কেলমেন্দি। রবিবার দারুণ জমে ওঠা মেয়েদের ৫২ কেজি ওজনশ্রেণীর ফাইনালে ইতালির ওদেত্তে জুফ্রেইদাকে ১ পয়েন্টের ব্যবধানে হারান কেলমেন্দি। অলিম্পিকের ইতিহাসে প্রথমবারের মতো বেজে উঠে কসোভোর জাতীয় সঙ্গীত। সার্বিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে ২০০৮ সালে স্বাধীনতা ঘোষণা করে কসোভো। কিন্তু নতুন বলকান দেশটি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্যপদ পায় ২০১৪ সালে। ২০১২ সালের লন্ডন অলিম্পিকে তাই আলবেনিয়ার পতাকাতলে খেলেন দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন কেলমেন্দি। কিন্তু সেবার নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। লন্ডন অলিম্পিকের দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে যান তিনি। তারপরও দমে যাননি মাইলিন্দা কেলমেন্দি। পরের বছর এই রিও ডি জেনেরোতেই বিশ্ব চ্যাম্পিয়নশিপের এই ইভেন্টে সোনা জেতেন। কসোভোর পতাকা হাতে সেটাই তার প্রথম কোন পদক জয়। ২০১৪ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপের পরের আসরেও শ্রেষ্ঠত্ব ধরে রাখেন কেলমেন্দি। চোটের কারণে ২০১৫ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারেননি। অপেক্ষা ছিল অলিম্পিকে নিজের দেশের পতাকা ওড়ানোর। শুক্রবারের উদ্বোধনী অনুষ্ঠানে কসোভোর পতাকা ছিল কেলমেন্দির হাতেই। এরপর তো ইতিহাস গড়ে এই সোনা জয়।
×