ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রিও অলিম্পিকে নিষিদ্ধ হয়েছেন রাশিয়ার ৭ সাঁতারু

প্রকাশিত: ০৬:১৯, ২৭ জুলাই ২০১৬

রিও অলিম্পিকে নিষিদ্ধ হয়েছেন  রাশিয়ার ৭ সাঁতারু

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক ক্রীড়া ফেডারেশনগুলো তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে রাশিয়ার ক্রীড়াবিদদের নিয়ে। গত রবিবার লুসানে আহ্বান করা বিশেষ সম্মেলনে রাশিয়াকে আসন্ন রিও ডি জেনিরো অলিম্পিক থেকে পুরোপুরি নিষিদ্ধ না করে প্রতিটি ক্রীড়ার এ্যাথলেটদের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ভার আন্তর্জাতিক ফেডারেশনগুলোর ওপর ন্যস্ত করে। সোমবারই আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ) রাশিয়ার ৮ খেলোয়াড়কে রিও অলিম্পিকের জন্য ছাড়পত্র দেয়। তবে রাশিয়া বড় ধাক্কাটা খেয়েছে সাঁতারে। বিশ্ব সাঁতারের গবর্নিং বডি ফিনা ৭ রাশিয়ান সাঁতারুকে নিষিদ্ধ করেছে অলিম্পিক থেকে। এর মধ্যে ৪ বার ব্যাকস্ট্রোকে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া জুলিয়া এফিমোভাও আছেন। অবশ্য, নিষিদ্ধ হওয়ার পরপরই তিনি এর বিরুদ্ধে আপীল করেছেন। এছাড়া আন্তর্জাতিক রোয়িং ফেডারেশন ৩ রাশিয়ান রোয়ার এবং ভারোত্তলন ফেডারেশন ২ রাশিয়ান ভারোত্তোলককে নিষিদ্ধ করেছে। এদিকে শেষ মুহূর্তের ডোপ টেস্টের রুটিন পরীক্ষায় ব্যর্থ হয়ে রিও অলিম্পিক থেকে ছিটকে গেছেন আরেক ভারতীয়। তিনদিন আগে এক ফ্রিস্টাইল রেসলারের পর এবার শটপুটার ইন্দ্রজিত সিং ড্রাগ টেস্টে ব্যর্থ হয়েছেন। রাশিয়ার রিও অলিম্পিকে অংশগ্রহণ নিয়ে রাশিয়ার ভাগ্য পে-লামের মতো দোদুল্যমান হয়ে পড়ে মূলত কানাডার আইনজীবী রিচার্ড ম্যাকলারেনের প্রতিবেদন প্রকাশের পর। সেখানে উঠে এসেছে ২০১৪ সোচি অলিম্পিক এবং বিশ্বের অন্যান্য বড় ইভেন্টে রাশিয়ার ক্রীড়াবিদদের মাত্রাতিরিক্ত নিষিদ্ধ ড্রাগ গ্রহণের বিষয়টি। আর সেটা সম্ভব হয়েছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা থাকার কারণেই। তাই তিনি বিশ্ব ডোপবিরোধী সংস্থা (ডব্লিউএডিএ-ওয়াডা) এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রতি আহ্বান জানান রাশিয়াকে পুরোপুরি রিও অলিম্পিক থেকে নিষিদ্ধের। ওয়াডাসহ আর ১৪ দেশের অলিম্পিক কমিটি চিঠি লিখে একই আহ্বান জানায় আইওসির কাছে। কিন্তু শেষ পর্যন্ত আইওসি সেটা না করে দায়িত্বভার ঠেলে দেয় বিভিন্ন ফেডারেশনের ওপর। সেই মোতাবেক কাজ শুরু করে দিয়েছে আন্তর্জাতিক ফেডারেশনগুলো। প্রথমদিনেই আইটিএফ ৮ রাশিয়ান টেনিস খেলোয়াড়কে রিওতে যাওয়ার অনুমোদন দেয়। তবে এরপর সবচেয়ে বড় দুঃখটা সঙ্গী হয়েছে রাশিয়ার জন্য। কিন্তু এরপর যুক্তরাষ্ট্রের অলিম্পিক কমিটি এক প্রতিক্রিয়ায় জানিয়েছে অবশ্যই ফেডারেশনগুলো ঠিকভাবে ডোপ বিরোধী কার্যক্রম পরিচালনা করছে কিনা সেটা আইওসির কড়া পর্যবেক্ষণে থাকা দরকার। সাঁতারে দুর্দান্ত দল রাশিয়া এবার দুর্বল হয়ে গেল। কারণ ফিনা ৭ রাশিয়ান সাঁতারুকে রিও অলিম্পিক থেকে নিষিদ্ধ করেছে। এর মধ্যে আছেন ২০১২ অলিম্পিকের ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জজয়ী ২৪ বছর বয়সী এফিমোভা, ৪ী১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ২৪ বছর বয়সী ভøাদিমির মোরোজভ ও ২৭ বছর বয়সী নিকিতা লোবিন্তসেভ (২০০৮ বেজিং অলিম্পিকে রৌপ্য জিতেছিলেন), ৪ী২০০ মিটার ফ্রিস্টাইল রিলে সাঁতারু ২১ বছর বয়সী তরুণ মিখাইল ডোভগালিয়ুক, ৫০ মিটার ফ্রিস্টাইলের ২৮ বছর বয়সী নাতালিয়া লোভতসোভা, ২১ বছর বয়সী ম্যারাথন সুইমার আনাস্তাসিয়া ক্রাপিভিনা এবং ২০১৩ বিশ্ব সাঁতারে ব্রোঞ্জজয়ী ১৭ বছর বয়সী কিশোরী দারিয়া উস্তিনোভা। অবশ্য নিষিদ্ধ হওয়ার পরপরই পদক্ষেপ নিয়েছেন এফিমোভা। এবার সাঁতারে রাশিয়া অন্তত একটি পদক জয়ের আশায় ছিল এ তরুণীর মাধ্যমে। তিনি নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপীল করেছেন। উল্লেখ্য, এফিমোভা নিষিদ্ধ ড্রাগ মেলডোনিয়াম গ্রহণের জন্য সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছিলেন যা মে মাসে ফিনা প্রত্যাহার করে। তার এজেন্ট আন্দ্রেই মিটকোভ জানিয়েছেন সালিশ-নিষ্পত্তি আদালতে (সিএএস) আপীল করবেন এফিমোভা। একই দিনে ভারোত্তলন থেকেও চারজন নিষিদ্ধ হয়েছেন। তারা হচ্ছেনÑ ২০১২ লন্ডন অলিম্পিকে রৌপ্যজয়ী তাতিয়ানা কাশিরিনা, ২০১৫ বিশ্ব চ্যাম্পিয়নশিপসে ব্রোঞ্জজয়ী ২৪ বছর বয়সী আনাস্তাসিয়া রোমানোভা। রোয়িং থেকে নিষিদ্ধ হয়েছেন ২৭ বছর বয়সী ইভান ব্যালানডিন, ৩১ বছর বয়সী আনাস্তাসিয়া কারাবেলশিকোভা ও ৩৪ বছর বয়সী ইভান পোডশিভালোভ এবং ফ্রিস্টাইল রেসলিং থেকে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ২৮ বছর বয়সী ভিক্টর লেবেদেভ। তিনদিন আগে এক ভারতীয় ফ্রিস্টাইল রেসলারও ডোপ টেস্টে পজিটিভ হয়ে অলিম্পিক থেকে ছিটকে গেছেন। কমনওয়েলথ গেমসে স্বর্ণজয়ী নরসিংহ যাদব ওই কারণে অংশ নিতে পারবেন না। সেটার রেশ কাটতে না কাটতেই অলিম্পিক দলে থাকা আরেক ভারতীয় ডোপ টেস্টে পজিটিভ হলেন। শটপুটার ইন্দ্রজিত তাই রিও অলিম্পিকে অংশ নিতে পারবেন না।
×