ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

জয় জোকোভিচ-ফেরারের

প্রকাশিত: ০৬:০১, ৩০ মে ২০১৬

জয় জোকোভিচ-ফেরারের

স্পোর্টস রিপোর্টার ॥ সঠিক পথেই এগুচ্ছেন নোভাক জোকোভিচ। শনিবার ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ পর্বে জায়গা করে নিয়েছেন তিনি। গ্রেট বৃটেনের আলজাজ বেদেনিকে হারিয়ে টুর্নামেন্টের শেষ ষোলোর টিকেট নিশ্চিত করেন তিনি। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান তারকা এদিন ৬-২, ৬-৩ এবং ৬-৩ সেটে পরাজিত করেন আলজাজ বেদেনিকে। নোভাক জোকোভিচ ছাড়াও চতুর্থ পর্বে জায়গা করে নিয়েছেন স্পেনের ডেভিড ফেরার, চেকপ্রজাতন্ত্রের টমাস বার্দিচ এবং বেলজিয়ামের ডেভিড গোফিন। তবে চোটের কারণে তৃতীয় রাউন্ড থেকেই ছিটকে পড়েছেন ফরাসী তারকা জো উইলফ্রেইড সোঙ্গা। টেনিস কোর্টে এখন এককভাবেই রাজত্ব করছেন নোভাক জোকোভিচ। রজার ফেদেরার-রাফায়েল নাদালরা যখন নিষ্প্রভ তখন আলো ছড়াচ্ছেন সার্বিয়ার এই টেনিস তারকা। গত মৌসুমেও তিনটি মেজর টুর্নামেন্টের শিরোপা নিজের শোকেসে তুলেছেন তিনি। চলতি মৌসুমের শুরুটাও নিজের মতোই করেছেন বিশ্বের এক নাম্বার এই তারকা। অস্ট্রেলিয়ান ওপেনের ষষ্ঠ শিরোপা জিতে। সেইসঙ্গে ক্যারিয়ারের ১১টি গ্র্যান্ডসøাম জয়ের স্বাদ পান তিনি। কিন্তু ২৯ বছর বয়সী এই টেনিস তারকার দুর্ভাগ্য ফরাসী ওপেন। এখন পর্যন্ত রোঁলা গ্যাাঁরোর এই টুর্নামেন্টেই শিরোপার ছোঁয়া পাননি তিনি। অথচ তিনবার ফাইনাল খেলেছেন ফ্রেঞ্চ ওপেনের। ২০১২ সালে প্রথমবার ফাইনালে জায়গা করে নিয়েছিলেন জোকোভিচ। সেবার রাফায়েল নাদালের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তার। ২০১৪ সালেও একই চিত্রনাট্য। স্প্যানিশ টেনিস তারকার কাছে দ্বিতীয়বার ফাইনালে হেরে যান তিনি। কিন্তু গত মৌসুমে সুইজারল্যান্ডের স্ট্যানিসøাস ওয়ারিঙ্কার কাছে হেরে জোকোভিচ সন্তুষ্ট থাকেন রানারআপ হয়ে। তবে এবার দারুণ সুযোগ নোভাক জোকোভিচের। কারণ শেষ ষোলোতে জায়গা করে নেয়া জোকোভিচের সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল রাফায়েল নাদালের। কিন্তু এবার চোটের কারণে তৃতীয় রাউন্ড থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ১৪টি গ্র্যান্ডসøাম জয়ের মালিক। যে কারণে ৬৪টি শিরোপার মালিক জোকোভিচের পথটা অনেকাংশেই সহজ হয়ে গেছে। ব্যা¤ু^ ক্যাসল ক্লাব কাপ রাগবি স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ক্যাপিটাল কনফেকশনারীর পৃষ্ঠপোষকতায় ব্যাম্বু ক্যাসল ক্লাব কাপ প্রতিযোগিতা আজ থেকে সরকারী শারীরিক শিক্ষা কলেজ, মোহাম্মদপুর মাঠে শুরু হতে যাচ্ছে। উক্ত প্রতিযোগিতায় ৮টি দল অংশগ্রহণ করবে। দলগুলো হচ্ছে : ওল্ড ডিওএইচএস, গুলশান রাগবি ক্লাব, আজাদ স্পোর্টিং ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, ফ্লেইম বয়েজ রাগবি ক্লাব, রাজধানী রাগবি ক্লাব, যাত্রাবাড়ী ক্রীড়া চক্র ও ওল্ড ঢাকা রাগবি ক্লাব। এ উপলক্ষে গতকাল রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সভাকক্ষে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ব্যাম্বু ক্যাসলের পরিচালক মোঃ বাসির উদ্দিন। বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন) সাধারণ সম্পাদক মৌসুম আলী প্রমুখ।
×