ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা কাপ ফুটবল

সেমিতে আজ মুখোমুখি শেখ জামাল-আবাহনী

প্রকাশিত: ০৬:৩৩, ৩ মে ২০১৬

সেমিতে আজ মুখোমুখি শেখ জামাল-আবাহনী

স্পোর্টস রিপোর্টার ॥ পাক্কা নয় দিন পর আবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে মৌসুম-সূচক ফুটবল আসর ‘কেএফসি স্বাধীনতা কাপ’-এর খেলা। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দুই পরাশক্তি শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেড এবং ঢাকা আবাহনী লিমিটেড। এই দুই ক্লাব এর আগে কখনই এ আসরের শিরোপা জেতেনি। এবারের আসরে ‘এ’ গ্রুপে শেখ জামাল তাদের গ্রুপ ম্যাচে মোহামেডানকে ২-০, ব্রাদার্সকে ৫-০, উত্তরা বারিধারাকে ১-০, মুক্তিযোদ্ধা সংসদকে ৩-১ গোলে হারায়। ১-১ গোলে ড্র করে চট্টগ্রাম আবাহনী লিমিটেডের সঙ্গে। ৫ খেলায় ৪ জয় ও ১ ড্রতে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে ‘বেঙ্গল ইয়োলোস’ দল নাম লেখায় সেমিতে। এ আসরে এখন পর্যন্ত তারাই সবচেয়ে বেশি গোল (১২) করেছে, সবচেয়ে কম গোল (২) হজম করেছে এবং সবচেয়ে বেশি পয়েন্ট সংগ্রহ করেছে। দলের ১২ গোলের ৯টিই করেছেন অধিনায়ক ও হাইতিয়ান ফরোয়ার্ড ওয়েডসন এ্যানসেলমে (৫) এবং নাইজিরিয়ান ফরোয়ার্ড এমেকা ডার্লিংটন অনুহা (৪)। পক্ষান্তরে ‘বি’ গ্রুপের রানার্সআপ দল হিসেবে সেমিতে ওঠে ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’ খ্যাত আবাহনী। গ্রুপ পর্বে তারা হারায় ৫-০ গোলে টিম বিজেএমসিকে এবং ১-০ গোলে শেখ রাসেলকে। ড্র করে ১-১ গোলে ফেনী সকার, ০-০ গোলে আরামবাগ এবং ২-২ গোলে রহমতগঞ্জের সঙ্গে। ৫ খেলায় ২ জয় ও ৩ ড্রতে তাদের সংগ্রহ ৯ পয়েন্ট। দলের ৯ গোলের ৪টিই করেছেন সেনেগালিজ ফরোয়ার্ড কামারা সাররা। সোমবার বিকেলে সেমির ম্যাচ খেলার আগে শেষবারের মতো নিজ নিজ ক্লাব মাঠে অনুশীলন করে ঘাম ঝরায় জামাল ও আবাহনীর ফুটবলাররা। স্বাধীনতা কাপ ফুটবলের কয়েক দিনের বিরতিতে গত ২৬ এপ্রিল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ‘এএফসি কাপ’-এ শেখ জামাল ৩-২ গোলে হারায় সিঙ্গাপুরের টেম্পাইন রোভার্সকে। জামালকে ম্যাচে জিততে হয় ধার করে অন্য ক্লাব থেকে খেলোয়াড় এনে। এদের একজন ঢাকা আবাহনী লিমিটেডের ফরোয়ার্ড জুয়েল রানা! এখন দেখার বিষয়, আজকের খেলায় জিতে কাক্সিক্ষত ফাইনালে নাম লেখাতে পারে কোন্ দল।
×