ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা কাপ ফুটবল ॥ আবাহনী ১-০ শেখ রাসেল

রাসেলকে হারিয়ে সেমিতে আবাহনী

প্রকাশিত: ০৬:৩৫, ২৪ এপ্রিল ২০১৬

রাসেলকে হারিয়ে সেমিতে আবাহনী

স্পোর্টস রিপোর্টার ॥ কাক্সিক্ষত শেষ চারে যেতে হলে প্রয়োজন ছিল ন্যূনতম ড্র। তবে ড্র নয়, জিতেই লক্ষ্য পূরণ করতে পেরেছে ঢাকা আবাহনী লিমিটেড। ‘কেএফসি স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট’-এ ‘বি’ গ্রপের শেষ ম্যাচে তারা ১-০ গোলে হারায় শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেডকে। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচে জিতলেও বিস্তর ঘাম ঝরাতে হয়েছে ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’ খ্যাত আবাহনীকে। ‘বেঙ্গল ব্লুজ’ খ্যাত শেখ রাসেলের বিরুদ্ধে গোল পেতে তাদের অপেক্ষা করতে হয় ৭২ মিনিট পর্যন্ত। শেষ পর্যন্ত এই এক গোলেই তারা বাজিমাত করে। এই জয়ে গ্রুপ ‘বি’র রানার্সআপ হিসেবে শেষ চারে নাম লেখালো তারা। সেখানে তাদের প্রতিপক্ষ শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেড। অপর সেমিতে চট্টগ্রাম আবাহনী লিমিটেড মুখোমুখি হবে শেখ রাসেলের। সেমিফাইনালটা আগেই নিশ্চিত হয়েছিল শেখ রাসেলের। তাই টিকে থাকার লড়াইটা ছিল ঢাকা আবাহনীরই। কেননা শেষ চারে ওঠার লড়াইয়ে যে আরও এক প্রতিদ্বন্দ্বী ছিল তাদের। তারা টিম বিজেএমসি। ৭ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে ছিল বিজেএমসি। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রাসেলের বিপক্ষে খেলতে নামে ঢাকা আবাহনী। হারলেই নিশ্চিত বিদায়। জিতলে বা ড্র করলে সেমিতে। পয়েন্টে পিছিয়ে থাকলেও বিজেএমসির চেয়ে গোল গড়ে এগিয়ে ছিল আবাহনী। এমন সমীকরণ সামনে নিয়েই শনিবার মাঠে নামে আকাশী-হলদে জার্সিধারীরা। এক বা তিন পয়েন্ট পেতে প্রাণান্ত চেষ্টা করে তারা। ম্যাচের ১০ মিনিটেই রাসেলের নির্ভরযোগ্য ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলি আহত হয়ে মাঠ ছাড়লে ধাক্কা খায় রাসেল। সেই সুযোগটি গ্রহণ করে আবাহনী। প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলার চেষ্টা করে তারা। প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল তারাই। একের পর এক আক্রমণ করে রাসেলের রক্ষণভাগকে ব্যস্ত রাখে। ১৮ মিনিটে বক্সের কোণায় ফ্রি কিক পায় ঢাকা আবাহনী। ফরোয়ার্ড লি টাক ডামি শট নেন। আর সানডে সিজোবা শট নেন। কিন্তু বল ফিরে আসে রাসেলের রক্ষণ দেয়ালে লেগে। ৩৯ মিনিটে মিডফিল্ডার ফয়সাল মাহমুদের ক্রসে বল পেয়ে প্লেসিং করেছিলেন আবাহনীর কামারা সার্বা, কিন্তু লাফিয়ে উঠে বল ফিস্ট করে নিশ্চিত গোল হজমের হাত থেকে নিজ দলকে রক্ষা করেন অল ব্লুজদের গোলরক্ষক রাসেল মাহমুদ লিটন। দ্বিতীয়ার্ধের শুরুতে বেশ কবারই বল নিয়ে রাসেলের বক্সে ঢোকার চেষ্টা করেন আবাহনীর মিডফিল্ডার জুয়েল রানা। কিন্তু রাসেলের রক্ষণে প্রতিবারই বাধাপ্রাপ্ত হন তিনি। ৭২ মিনিটে কাক্সিক্ষত গোলের দেখা পায় আবাহনী। কামারা সার্বার ব্যাকহিল থেকে বল পেয়ে বক্সে ঢুকে জুয়েল রানার মাটি কামড়ানো শট জড়ায় জালে (১-০)। শেষ পর্যন্ত আর ম্যাচে ফেরা হয়নি শেখ রাসেলের। তাই ওই এক গোলেই শেষ চার নিশ্চিত হয় ঢাকা আবাহনীর। এই ম্যাচ দিয়েই শেষ হলো স্বাধীনতা কাপের গ্রুপ পর্ব। আগামী ৩ মে প্রথম সেমিফাইনালে শেখ জামালের প্রতিপক্ষ ঢাকা আবাহনী। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে শেখ রাসেলের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৭ মে।
×