ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নেইমারকে নিশ্চিত করতে ন্যুক্যাম্পে দুঙ্গা

প্রকাশিত: ০৬:০২, ১০ মার্চ ২০১৬

নেইমারকে নিশ্চিত করতে ন্যুক্যাম্পে দুঙ্গা

স্পোর্টস রিপোর্টার ॥ কাছাকাছি সময়ে দুটি গুরুত্বপূর্ণ আসরে প্রতিদ্বন্দ্বিতা করবে ব্রাজিল ফুটবল দল। কিন্তু রিও অলিম্পিক ও শতবর্ষপূর্তি কোপা আমেরিকায় সেলেসাও অধিনায়ক নেইমারের খেলা নিয়ে সংশয় আছে। কিন্তু ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা মনেপ্রাণে নেইমারকে দলে চাচ্ছেন। সমস্যা সৃষ্টি হয়েছে বার্সিলোনাকে ঘিরে। যে কারণে নেইমারের অবস্থান নিশ্চিত করতে ন্যুক্যাম্পে গেছেন দুঙ্গা। এর আগে দুটি আসরেই খেলার বিষয়ে নিজের আগ্রহ প্রকাশ করেন ব্রাজিলিয়ান অধিনায়ক। কিন্তু ব্যাক টু ব্যাক আন্তর্জাতিক টুর্নামেন্ট হওয়াতেই আপত্তি জানিয়েছে কাতালানরা। বার্সার অফিসিয়ালদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সমাধানে আসার লক্ষ্যেই দুঙ্গার স্পেন সফরে গেছেন। শেষ পর্যন্ত ফলাফল কী আসে সেটিই দেখার। তবে গ্রীষ্মে নেইমার যদি একটিমাত্র টুর্নামেন্টে খেলার সুযোগ পায় তবে সেটা কোপা আমেরিকায় নয়, ঘরের মাঠের অলিম্পিকেই এই তারকাকে বেছে নেবেন বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ব্রাজিল কোচ দুঙ্গা। আগামী জুনে ১৬ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোপা আমেরিকার শততম আসর। আর আগস্টে শুরু হবে বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় আসর অলিম্পিক গেমস। ম্যাচের ব্যস্ত সূচীর বিষয়টি সামনে আসলেও বার্সিলোনা সুপারস্টার এর আগে জানিয়েছিলেন তিনি দুটি টুর্নামেন্টেই খেলতে চান। কিন্তু বার্সিলোনার পক্ষ থেকে তাদের অন্যতম সেরা তারকাকে একসঙ্গে দুটি টুর্নামেন্ট খেলার সুযোগ নাও হতে পারে। কোপা আমেরিকা যেহেতু ফিফার ক্যালেন্ডারের অংশ সে কারণেই নেইমারকে ছাড়তে বার্সা বাধ্য। রিও ডি জেনিরোর অলিম্পিকের জন্যও নেইমারকে ক্লাব থেকে ছুটি দিতে কোন আপত্তি নেই বার্সা কর্তৃপক্ষের। কিন্তু টানা দুটি টুর্নামেন্টের কারণেই ভাবনায় পড়েছে স্প্যানিশ পরাশক্তিরা। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটিও প্রথমবারের মতো অলিম্পিকের স্বর্ণপদক জিততে মুখিয়ে আছে। এ কারণে সম্ভাব্য হিসেবে হয়ত বার্সিলোনা নেইমারকে শুধু অলিম্পিকে খেলার জন্য সবুজ সঙ্কেত দিতে পারে। সাক্ষাতকারে এ প্রসঙ্গে দুঙ্গা বলেন, এটা বাছাই করা কঠিন। কিন্তু আমি মনে করি, গুরুত্বপূর্ণ হচ্ছে অলিম্পিক। ব্রাজিল এখনও স্বর্ণপদক জেতেনি। নেইমার ক্লান্তিকর মৌসুম শেষে আসবে। নিজেকে মানিয়ে নেয়ার সময়ও সে পাবে। তাকে দুটি টুর্নামেন্টে পেলে খুবই ভাল হবে। কিন্তু যদি তার ওপর কোন বিধিনিষেধ থাকে তবে নেইমারের জন্য রিও অলিম্পিকই অগ্রাধিকার পাবে। দুঙ্গা আরও জানান, বিষয়টি নিয়ে ব্রাজিল-বার্সিলোনা-নেইমার তিনপক্ষই সমাধান খুঁজতে বসবে। এ প্রসঙ্গে তার ভাষ্য, আমরা নেইমারের ওপর নির্ভর করি। খেলতে চাওয়ার কথা সেও জানিয়েছে। আমরা বিষয়টি নিয়ে বসতে যাচ্ছি। দেখা যাক তিন পক্ষের জন্য কোনটা ভাল হয়। ২০১৪ সালে ঘরের মাঠের বিভীষিকাময় বিশ্বকাপের দুঃসহ স্মৃতি ভুলতেই ব্রাজিল আশা করছে অলিম্পিকের স্বর্ণ পদক জেতার। তবে কোপা আমেরিকাও তাদের কাছে কম গুরুত্বপূর্ণ নয়। আগামী ৩ থেকে ২৬ জুন যুক্তরাষ্ট্রের ১০ শহরে এবার কোপা আমেরিকার শততম আয়োজন অনুষ্ঠিত হবে। যেখানে ‘বি’ গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ পেরু, হাইতি ও ইকুয়েডর।
×