ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ফিরলেন আহমেদ শেহজাদ

প্রকাশিত: ০৬:১১, ৯ মার্চ ২০১৬

ফিরলেন আহমেদ শেহজাদ

স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়া কাপে ব্যর্থতার কারণে বাদ পড়লেন খুররম মঞ্জুর। তার পরিবর্তে পাকিস্তানের টি২০ বিশ্বকাপ দলে ফিরলেন হার্ডহিটার ব্যাটসম্যান আহমেদ শেহজাদ। এশিয়া কাপে তিন ম্যাচে খুররমের রান ১০, ০ ও ১। সঙ্গে ব্যর্থ ছিলেন মোহাম্মদ হাফিজ আর শারজিল খানও, টুর্নামেন্টে তিনজনে মিলে করতে পেরেছেন মোটে ৯৪ রান! টি২০ বিশ্বকাপ দলে রদ বদলের বিষয়ে প্রধান নির্বাচক হারুণ রশীদ বলেন, ‘প্রধান নির্বাচক হিসেবে আমি এর দায়িত্ব নিচ্ছি।’ বিশেষ করে খুররমকে তিনি ব্যক্তিগত পছন্দ নিয়েছিলেন বলেও স্বীকার করেন রশীদ। অভিজ্ঞতার পাশাপাশি পিএসএল ২৯০ রান করে দলে ফিরলেন শেহজাদ। উইন্ডিজ দলে নতুন মুখ স্পোর্টস রিপোর্টার ॥ উইন্ডিজ টি২০ বিশ্বকাপ দলে লেন্ডল সিমন্সের জায়গায় ডাক পেলেন নতুন মুখ এভিন লুইস। পিঠের ইনজুরির জন্য গত সপ্তাহে ছিটকে যান অভিজ্ঞ সিমন্স। সেই সুযোগ বিশ্বমঞ্চে ২৪ বছর বয়সী বাঁহাতি লুইস। চতুর্থ ক্যারিবীয় হিসেবে বিশ্বকাপের দল থেকে ছিটকে গেলেন সিমন্স। এর আগে ভিন্ন কারণ দেখিয়ে সুনীল নারাইন, কাইরেন পোলার্ড ও ড্যারেন ব্রাভো নিজেদের নাম প্রত্যাহার করে নেন। ‘লুইস তরুণ ও প্রতিভাবান ব্যাটসম্যান। আমাদের বিশ্বাস সে ভাল করবে।’ বলেন প্রধান নির্বাচক ক্লাইভ লয়েড। উইন্ডিজের নেতৃতে অলরাউন্ডার ড্যারেন সামি। আছেন তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল আর মারলন স্যামুয়েলস।
×