ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

তিন তরুণের আরেকটি পরীক্ষা

প্রকাশিত: ০৪:৩২, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

তিন তরুণের আরেকটি পরীক্ষা

মোঃ মামুন রশীদ ॥ এশিয়া কাপ শুরুর আগের দিনই বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমানকে ‘বড় ফ্যাক্টর’ বলে অভিহিত করেছেন ভারতের সহ-অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় দলটাই তো ভুগেছিল এই তরুণের বিপক্ষে। বাঁহাতি এ পেসারের উত্থানটাও গত বছর জুনে ভারতের বিপক্ষে অভিষেক ওয়ানডে সিরিজে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১৩ উইকেট নিয়ে বিশ্বরেকর্ডও গড়েছিলেন মুস্তাফিজ। তাই এবার এশিয়া কাপে এ তরুণের দিকেই দৃষ্টি থাকবে সবার। তবে বাংলাদেশ দলের জন্য তিন তরুণ ক্রিকেটারের একটি বড় পরীক্ষা। পেসার আবু হায়দার রনি এবং দুই উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ও নুরুল হাসান সোহানের ওপর বিশেষ নজর থাকবে। কারণ তারা আসন্ন টি২০ বিশ্বকাপ স্কোয়াডেও আছেন দলে। ইতোমধ্যেই টি২০ অভিষেক হয়েছে এ তিন তরুণের। এবার এশিয়া কাপে তাদের যোগ্যতা ও সামর্থ্য প্রমাণের সুযোগ। আজ থেকেই শুরু হচ্ছে এশিয়া কাপ। এবারই প্রথম এ টুর্নামেন্টটি হবে টি২০ ফরমেটে। সে কারণেই বাড়তি মাত্রা পাচ্ছে এবারের এশিয়া কাপ। আগামী ৮ মার্চ ভারতের মাটিতে শুরু হবে টি২০ বিশ্বকাপ। এর আগে এশিয়া কাপকে বড় পরীক্ষা হিসেবে দেখছে সব দলই। বাংলাদেশ দলের জন্য পরীক্ষাটা আরও বড়। কারণ টি২০ ক্রিকেটে এখন পর্যন্ত নিজেদের তেমন পাকাপোক্ত করে গড়ে তুলতে পারেনি টাইগাররা। ৫০ টি২০ খেলে মাত্র ১৫ জয়ের বিপরীতে আছে ৩৪ পরাজয়, ১ ম্যাচ পরিত্যক্ত হয়েছে। গত মাসে জিম্বাবুইয়ের বিপক্ষেও সিরিজ ২-২ সমতায় শেষ করে এখন বিশ্বের ১০ নম্বর টি২০ দল বাংলাদেশ। সে কারণে দলগত একটি পরীক্ষা আছেই। তবে জিম্বাবুইয়ে সিরিজটিকে সঠিক টি২০ সমন্বয় গড়ার একটি পরীক্ষাগার হিসেবে নিয়েছিল বাংলাদেশ দল। সেই পরীক্ষাগার থেকে দুই তরুণ ক্রিকেটার রনি ও সোহানকে বিশ্বকাপ স্কোয়াডে ঠাঁই দেয়া হয়েছে। এ দুই তরুণেরই অভিষেক হয়েছে জিম্বাবুইয়ের বিপক্ষে। এবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরে চমক দেখিয়ে জাতীয় দলে সুযোগ করে নিয়েছেন নেত্রকোনার ২০ বছর বয়সী বাঁহাতি পেসার রনি। বিপিএলে ১২ ম্যাচে ২০ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারী রনি মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার হিসেবে পুরস্কারও পেয়েছেন। তার বিশেষ শক্তি ডেথ ওভারে মারাত্মক বোলিং। দুয়েকটি কাটারের সঙ্গে দিতে পারেন দুর্দান্ত ইয়র্কার। যথেষ্ট সুইংও আছে তার বলে। জিম্বাবুইয়ের বিপক্ষে দুই টি২০ খেলেও সেটার প্রমাণ দিয়েছেন তিনি। যদিও উইকেট নিতে পেরেছেন মাত্র ৩টি। এবার এশিয়া কাপে তার জন্য আরেকটি পরীক্ষা অপেক্ষা করছে। বাংলাদেশ দলের লেট মিডলঅর্ডারের ব্যাটিং সমস্যাটা দীর্ঘদিনের। সে লক্ষ্যেই তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান সোহানকে জিম্বাবুইয়ের বিপক্ষে পরীক্ষা করা হয়েছে। টানা ৪ টি২০ খেলেছেন তিনি। যদিও ব্যাটিং করার যথেষ্ট সুযোগ পাননি ২২ বছর বয়সী খুলনার এ ডানহাতি ব্যাটসম্যান। ৩ ইনিংস ব্যাট করে ৫২ রান করেছেন। সর্বোচ্চ অপরাজিত ৩০ রানের একটি ভাল ইনিংস খেলে নিজের সামর্থ্যরে কিছুটা প্রমাণও দিয়েছেন। এ কারণে বিশ্বকাপ স্কোয়াডেও ঠাঁই করে নিয়েছেন। এবার এশিয়া কাপে নিজেকে আরও মেলে ধরার সুযোগ পাচ্ছেন তিনি। আরেক তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান মিঠুন হুট করেই টি২০ বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পেয়েছেন। জিম্বাবুইয়ের বিপক্ষে সিরিজ না খেললেও বিপিএলের পারফর্মেন্স বিবেচনায় তাকে দলে নেয়া হয়েছে। এশিয়া কাপই হবে ২৬ বছর বয়সী এ টপঅর্ডার ডানহাতি আক্রমণাত্মক ব্যাটসম্যানের জন্য পরীক্ষা। ২০১৪ সালেই অভিষেক হয়েছিল টি২০ ক্রিকেটে। শ্রীলঙ্কার বিপক্ষে সে বছর ১২ ফেব্রুয়ারি অভিষেক হয় তার। কিন্তু প্রথম বলেই আউট হয়ে সাজঘরে ফেরেন। এরপর ২৭ আগস্ট সেন্ট কিটসে আরেকটি সুযোগ পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কিন্তু ব্যাট হাতে নামার সুযোগই হয়নি বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়াতে। দীর্ঘ দেড় বছর পর আবারও দলে সুযোগ করে নিয়েছেন। এশিয়া কাপে মিঠুনের দিকে দলের সবার এবং দেশের মানুষেরও দৃষ্টি থাকবে। ভাল করতে পারলে বিশ্বকাপে ম্যাচ খেলার সুযোগ পাবেন। তবে সবার আকর্ষণের কেন্দ্রে থাকবেন বিস্ময়ের জন্ম দেয়া পেসার ‘কাটার বয়’ মুস্তাফিজ। গত বছর জুনে ওয়ানডে অভিষেক হওয়া মুস্তাফিজ অভিষেকেই ৫ উইকেট নিয়ে চমকে দেন। ৩ ম্যাচে ১৩ উইকেট দখল করে গড়েন বিশ্বরেকর্ড। গত বছর ৯ ওয়ানডে খেলে ২৬ উইকেট শিকার করে তিনি আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলেও জায়গা করে নিয়েছেন সেরা তরুণ ক্রিকেটার হওয়ায়। এ কারণেই মুস্তাফিজকে নিয়ে আলাদা একটি পরিকল্পনা থাকবে সব প্রতিপক্ষেরই। তবে টি২০ ক্রিকেটে উইকেট নেয়ার দিক থেকে তেমন বড় সাফল্য পাননি ২০ বছর বয়সী এ সাতক্ষীরা এক্সপ্রেস। ৭ টি২০ খেলে ১০ উইকেট নিয়েছেন ১৪.৯০ গড়ে। তবে দারুণ মিতব্যয়ী এ বাঁহাতি ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৫.৪৫ করে। এশিয়া কাপে মুস্তাফিজের বোলিং মোকাবেলা করাটা চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন ভারতের নির্ভরযোগ্য ব্যাটসম্যান কোহলি। তাই মুস্তাফিজের দিকে সতর্ক দৃষ্টি থাকবে সব দলেরই। আর বাংলাদেশের জন্যও অনেক বড় নির্ভরতা তিনি পেস এ্যাটাকের।
×