ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নারীরা

প্রকাশিত: ২০:৫৪, ৩ ডিসেম্বর ২০১৫

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নারীরা

অনলাইন ডেস্ক ॥ জিম্বাবুয়েকে হারিয়ে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। বৃহস্পতিবার ফারজানা হক ও রুমানা আহমেদের নৈপুণ্যে প্রমীলা টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ফাইনালে পৌঁছতে জিম্বাবুয়েকে ৩১ রান হারায় জাহানারা আলমের দল। ফাইনালের দুই দলই খেলবে বিশ্বকাপে। ব্যাংককের টের্দথাই ক্রিকেট মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ৮৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। বাংলাদেশের ফারজানা হক ও শারমিন আক্তার ছাড়া আর কেউ দুই অঙ্কে যেতে পারেননি। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন ফারজানা হক। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান আসে শারমিন আক্তারের ব্যাট থেকে। জবাবে পাঁচ বল বাকি থাকতে ৫৮ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুযে। পেলাজিয়া মুজাজি (১০) ছাড়া জিম্বাবুয়ের আর কেউ দুই অঙ্কে যেতে পারেননি। অতিরিক্ত থেকেও ১০ রান পায় দলটি। ৮ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার লেগ স্পিনার রুমানা। এছাড়া ফহিমা খাতুন ও শায়লা শারমীন দুটি করে উইকেট নেন।
×