ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পারফরম্যান্সের শীর্ষে থাকতে চান সৌম্য

প্রকাশিত: ০২:০৫, ১৬ নভেম্বর ২০১৫

পারফরম্যান্সের শীর্ষে থাকতে চান সৌম্য

অনলাইন রিপোর্টার ॥ এবার বিপিএল দলগুলির আগ্রহের শীর্ষে ছিলেন সৌম্য সরকার। তরুণ এই ব্যাটসম্যান জানালেন, পারফরম্যান্স দিয়ে প্রতিবারই আগ্রহের শীর্ষে থাকতে চান তিনি। বিপিএলে এবার সৌম্য সরকারকে দলে নিয়েছে রংপুর রাইডার্স। গত ২২ অক্টোবর বিপিএল ক্রিকেটারদের ‘প্লেয়ার্স বাই চয়েজ’-এ লটারিতে সবার আগে ডাকার সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ডাকেই সৌম্যকে দলে নিতে একটুও সময় নেয়নি দলটি। পাঁজরের চোট কাটিয়ে মাঠে ফেরার লড়াইয়ে থাকা সৌম্য সোমবার মিরপুর একাডেমি মাঠে এসেছিলেন রংপুরের অনুশীলনে। কথা বললেন সতীর্থ ও কর্মকতাদের সঙ্গে। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, নিজের রোমাঞ্চ ও স্বপ্নের কথা। “বিপিএলে প্রথম ডাকেই যখন আমাকে নেওয়া হলো, সত্যি বলতে, নিজের কাছে মনে হয়েছিল যে হয়ত কিছু একটা করতে পেরেছি। কিংবা কিছু হয়েছি বা হতে যাচ্ছি, এজন্যই আমাকে নিয়ে আগ্রহ। দায়িত্বের জায়গাটাও বেড়েছে। শুধু একবার নয়, বারবারই যেমন প্রথমেই আমাকে ডাকা হয়, সেই চেষ্টা করব।” নতুন দলের হয়ে নিজেকে উজাড় করে দেওয়ার কথাও জানিয়ে সৌম্য বলেন, রংপুরই ডেকেছে শুরুতে, অনেক আশা নিয়েই ডেকেছে। তাদের আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করব। মঙ্গলবার থেকে ব্যাটিং-বোলিং অনুশীলন শুরু করবেন চোট কাটিয়ে উঠতে থাকা সৌম্য। তবে পুরোপুরি ফিট হয়ে মাঠে নামতে লেগে যেতে পারে আরও কিছু দিন।
×