
ছবিঃ সংগ্রহীত
বিশিষ্ট ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান একটি গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়েছেন, যা পড়লে রিজিক বৃদ্ধি পাবে এবং ইনশাআল্লাহ সকল ঋণ পরিশোধ হয়ে যাবে।
তিনি উল্লেখ করেছেন যে, হজরত আলী (রাদিয়াল্লাহু আনহু) বলেছেন, যদি কারো পাহাড়সমান ঋণও থাকে, তবে এই দোয়া আমল করলে আল্লাহ তা’য়ালা সেই ঋণ শোধ করে দেবেন।
দোয়াটি হলো:
اللَّهُمَّ اكْفِنِي بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
উচ্চারণ:
আল্লাহুম্মাকফিনী বিহালালিকা ‘আন হারামিকা ওয়া আগনিনী বিফাদলিকা ‘আম্মান সিওয়াক।
কখন এবং কীভাবে পড়তে হবে?
✅ নামাজের সেজদায় পড়তে হবে।
✅ আত্তাহিয়াতু ও দরুদ শেষ করে পড়তে হবে।
✅ নামাজ শেষে হাত তুলে দোয়া করতে হবে।
✅ শেষ রাতেও এই দোয়া পড়লে বেশি ফজিলত পাওয়া যাবে।
আবু ত্বহা মুহাম্মদ আদনান জোর দিয়ে বলেছেন, এই দোয়া নিয়মিত পড়লে ইনশাআল্লাহ ঋণমুক্ত হওয়া সম্ভব।
ইমরান