ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

অনেক জায়গায় বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে: হাসনাত

প্রকাশিত: ২২:১৬, ১৬ মে ২০২৫

অনেক জায়গায় বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে: হাসনাত

ছবিঃ সংগৃহীত

‘অনেক জায়গায় বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে’—এমন মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “আওয়ামী লীগের কার্যক্রম আমরা নিষিদ্ধ করতে পেরেছি। কিন্তু আওয়ামী লীগের অর্থব্যবস্থা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। কুমিল্লার অনেক উপজেলার আওয়ামী লীগের রাজনীতি যেমন আওয়ামী লীগের টাকায় চলে, তেমনি বিএনপির রাজনীতিও আওয়ামী লীগের টাকায় চলে।”

শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় কুমিল্লায় “জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে আহত, শহীদ ও বীর সন্তানদের” সম্মানে আয়োজিত জুলাই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, “এখানে যারা বিএনপির নেতা রয়েছেন, আপনারা আমাদের শত্রু মনে করবেন না। এটা আপনাদের ভালোর জন্যই বলছি। কুমিল্লার অনেক উপজেলায় এখন সব দলের রাজনীতি আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গেছে।”

তিনি আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা বলতে চাই—আওয়ামী লীগের অর্থনৈতিক কাঠামো ইনট্যাক্ট রেখে কখনোই সংস্কার কার্যক্রম বা নির্বাচন প্রক্রিয়া যথাযথভাবে পরিচালনা করা সম্ভব নয়।”

সবশেষে তিনি বলেন, “বিএনপির ত্যাগী নেতাকর্মীরা যারা এখানে রয়েছেন, আপনারা কি অস্বীকার করতে পারবেন? আওয়ামী লীগের যে পরিমাণ টাকা রয়েছে—যা অবৈধ উপায়ে আয় করা—তার বিপরীতে ফেয়ার ইলেকশনে যথাযথ প্রতিযোগিতা সম্ভব নয়। কোনোভাবেই না। সেই জায়গা থেকেই বাংলাদেশের গণতন্ত্র, আগামী বাংলাদেশের স্বার্থে আমাদের নিজেদের মধ্যে মতভেদ থাকতে পারে, আলোচনা থাকতে পারে, কিন্তু গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগকে কোনোভাবেই আমরা রাজনৈতিক স্পেস দিতে পারি না।”

তিনি আরও বলেন, “সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান থাকবে—আওয়ামী লীগের অর্থনৈতিক কাঠামো, সাংস্কৃতিক কাঠামো এবং অপরাধের বৈধতা উৎপাদনের সাংস্কৃতিক বাহিনীকে নিষ্ক্রিয় করুন এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করে জনগণের কল্যাণে নিয়োজিত করুন।”

সূত্রঃ https://youtu.be/ouYrjD8ugNw?si=nla3uArvclTLNcLB

ইমরান

×