
ছবি: সংগৃহীত
আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে চট্টগ্রাম থেকে ঢাকার ফতুল্লা পর্যন্ত পাইপলাইনের মাধ্যমে বাণিজ্যিকভাবে ডিজেল পরিবহন শুরু হচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) উদ্যোগে নির্মিত ২৫০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনে ইতোমধ্যে আড়াই কোটি লিটার তেল পাম্প করা হয়েছে। কয়েক দিনের মধ্যে কমিশনিং কার্যক্রম শুরু হবে। সফলভাবে কমিশনিং সম্পন্ন হলে আনুষ্ঠানিকভাবে চালু হবে বাণিজ্যিক পরিবহন।
বিপিসি জানায়, প্রথম বছরে এই পাইপলাইনের মাধ্যমে বছরে ২৭ থেকে ৩০ লাখ টন ডিজেল পরিবহন সম্ভব হবে, যা ভবিষ্যতে ৫০ লাখ টন পর্যন্ত বাড়ানো যাবে। ৩ হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই পাইপলাইন জ্বালানি পরিবহনকে আরও সাশ্রয়ী ও নিরাপদ করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি থেকে ফতুল্লা পর্যন্ত ডিজেল পরিবহন এতোদিন জল, রেল ও সড়কপথে হয়ে আসছিল। এতে সময় ও খরচ উভয়ই বেশি ছিল, পাশাপাশি চুরি ও অপচয়ের আশঙ্কাও ছিল প্রবল। পাইপলাইন চালু হলে বছরে প্রায় ২৩৬ কোটি টাকা সাশ্রয় হবে বলে জানিয়েছে বিপিসি।
এই পাইপলাইনের পরিচালনার দায়িত্বে থাকবে পেট্রোলিয়াম ট্রান্সপোর্টেশন কোম্পানি লিমিটেড (পিটিসি পিএলসি)। সেনাবাহিনীর তত্ত্বাবধানে স্ক্যাডা ও পিএলসি প্রযুক্তির মাধ্যমে চলছে চূড়ান্ত টেস্টিং। নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব দেওয়া হয়েছে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে।
সূত্র: https://www.youtube.com/watch?v=0GQAHBaIcjY
রাকিব