ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাগ্রত হোক মূল্যবোধ

রায়হানা জান্নাত

প্রকাশিত: ২১:২১, ৩ আগস্ট ২০২২

জাগ্রত হোক মূল্যবোধ

মানুষ স্বভবতই সামাজিক জীব

বিশ্ববিখ্যাত গ্রিক দার্শনিক এরিস্টটল বলেছেন, ‘মানুষ স্বভবতই সামাজিক জীবযে সমাজে বাস করে না সে হয় পশু না হয় দেবতামানুষ ও সমাজের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমানতবে সমাজব্যবস্থা শুধু মানুষের মধ্যে বিরাজমান তা নয়, আমরা একটু গভীরভাবে লক্ষ্য করলে দেখতে পাই যে ক্ষুদ্র পিপীলিকা থেকে শুরুকরে সকল প্রাণীকুলের মাঝেই এই সমাজব্যবস্থা বিদ্যমান

যখন কোন কাকের মৃত্যু হয়, তখন মৃত কাকের আশপাশে শতাধিক কাক এসে কা কা শব্দে সংশ্লিষ্ট এলাকা কাঁপিয়ে তোলেএতে এটাই প্রতীয়মান হয়, জীবজন্তুরাও মানুষের মতোই নিজ নিজ জ্ঞাতিগোষ্ঠীর সঙ্গে সমাজবদ্ধ হয়ে চলাফেরা করেতাহলে তাদের সঙ্গে মানুষের পার্থক্য কোথায়? পার্থক্য হলো- মানুষের আছে বিবেক বিবেচনাবোধ যা অন্য প্রাণীর মধ্যে নেইএই বিবেকের কারণেই মানুষ সৃষ্টির সেরা জীবএই শ্রেষ্ঠ জীবের প্রতি দায়িত্ব বর্তায় সকল সৃষ্টিকুলকে ভাল রাখা

তাই মানুষ  সুন্দর পৃথিবী বিনির্মাণে ও নানামুখী উদ্দেশ্য সাধনের নিমিত্তে  প্রকৃতির রাজ্য থেকে বেরিয়ে সংঘবদ্ধভাবে বসবাস করার তাগিদ অনুভব করে এবং সমাজ গঠন করেসমাজে যেহেতু একই সঙ্গে বিভিন্ন ধর্ম, বর্ণ, পেশা ও শ্রেণীর লোক একত্রে বসবাস করে সেহেতু সমাজের গরিব, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার কর্তব্যকিন্তু এ দায়িত্ব কর্তব্যের কথা  আমরা প্রায়শই ভুলে যাই নিজেদের ভোগ বিলাস ও ঐশ্বর্যে মেতে থাকার কারণেআমদের উচিত নিজেদের ভোগ-বিলাসের সামান্য অংশ  সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিলিয়ে দেয়া

যারা মানবকল্যণে নিজেকে নিয়োজিত করেছেন তারাই পৃথিবীতে স্মরণীয় ও বরণীয়জাতির কল্যাণে নিবেদিত প্রাণ কখনও মরে নাস্মরণের আবরণে তাদের মৃত্যু ঢাকা পড়েজগদ্বিখ্যাত নীতি  দার্শনিক জন স্টুয়ার্ট মিল  এর বিখ্যাত উক্তি  ম্যাক্সিমাম হ্যাপিনেস ফর ম্যাক্সিমাম পিপলএর অর্থ হলো- সমাজের অধিকাংশ মানুষের অধিক পরিমাণ সুখ আনয়নের জন্য নিজের ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দেয়াশুধু তাই নয় প্রতিটি ধর্মেই মানবসেবার প্রতি গুরুত্বারোপ করা হয়েছেবিশ্বনবী হযরত মুহম্মদ (সাঃ) বলেছেন- মানুষের মধ্যে তিনিই শ্রেষ্ঠ যিনি অন্যের উপকার করেছেন

মানুষের মধ্যেই ঈশ্বরের অস্তিত্বআর তাই তো স্বামী বিবেকানন্দের কণ্ঠে  উচ্চারিত হয়েছে- জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বরসত্যিই নিজের স্বার্থের জন্যই কেবল জীবন নয়পরার্থে জীবন উসর্গ করার মাধ্যমেই মানবজীবন সার্থকতায় ভাস্বর হয়ে উঠেশুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে সমাজের  কোন পরিবর্তন আসবে নাসাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে সমাজের  পিছিয়ে পড়া মানুষের দিকেভাবতে হবে চারপাশের মানুষগুলো কেমন আছে ? কিন্তু বিজ্ঞানের এই যুগে ক্রমেই আমরা যান্ত্রিক এবং আত্মকেন্দ্রিক হয়ে  হয়ে যাচ্ছি

মানুষের প্রতি মানুষের মমত্ববোধ, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ কমে যাচ্ছে, নৈতিক মূল্যবোধের অবক্ষয় ঘটছেএতে সমাজে নেতিবাচক প্রভাব পড়ছেসামাজিক মূল্যবোধই পারে সমাজের রূপ বদলে দিতেমোটকথা, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একে অপরের সুখ-দুঃখের অংশীদার হওয়া এবং সাধ্যমতো সাহায্য-সহযোগিতা করার মানসিকতাই হোক আমাদের আগামী দিনের মূলমন্ত্র

 

মেলান্দহ, জামালপুর থেকে

×