ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

১৪-১৫ অক্টোবর উত্তরা-আগারগাঁও মেট্রোরেল চলাচল বন্ধ

প্রকাশিত: ১৮:০৭, ১০ অক্টোবর ২০২৩

১৪-১৫ অক্টোবর উত্তরা-আগারগাঁও মেট্রোরেল চলাচল বন্ধ

মেট্রোরেল

আগামী ১৪-১৫ অক্টোবর উত্তরা-আগারগাঁও মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। 

মঙ্গলবার (১০ অক্টোবর) মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এমআরটি লাইন-৬ এর উত্তরা থেকে আগারগাঁও অংশ এবং আগারগাঁও থেকে মতিঝিল অংশের সিস্টেম ইন্টেগ্রেশন করার জন্য আগামী শনিবার ও রবিবার (১৪ ও ১৫ অক্টোবর) উত্তরা উত্তর হতে আগারগাঁও অংশের মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল বন্ধ থাকবে। যথারীতি শুক্রবারও (১৩ অক্টোবর) মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

মেট্রোরেলে যাতায়াতকারী যাত্রীদের সাময়িক এই অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী সোমবার (১৬ অক্টোবর) হতে পূর্বের সময়সূচি অনুযায়ী উত্তরা হতে আগারগাঁও অংশের মেট্রোরেল নিয়মিত চলাচল করবে।

 

এস

×