ঢাকা, বাংলাদেশ   রোববার ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

বঙ্গভবনে যাচ্ছেন সাহাবুদ্দিন, থাকবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১৭:০৬, ১৪ ফেব্রুয়ারি ২০২৩

বঙ্গভবনে যাচ্ছেন সাহাবুদ্দিন, থাকবেন প্রধানমন্ত্রী

মো. সাহাবুদ্দিন, আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এসময় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা।

মঙ্গলবার ( ১৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সন্ধ্যায় বঙ্গভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

গত সোমবার আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মো. সাহাবুদ্দিনকে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

এমএস

×