ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকা মেডিকেল কলেজে অগ্নিকাণ্ড

প্রকাশিত: ১৬:৪০, ৫ ফেব্রুয়ারি ২০২৩; আপডেট: ১৬:৫৬, ৫ ফেব্রুয়ারি ২০২৩

ঢাকা মেডিকেল কলেজে অগ্নিকাণ্ড

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনে আগুন লেগেছে। 

রবিবার (৫ ফেব্রুয়ারি) বিকালের দিকে এ আগুনের সূত্রপাত হয়। এতে হাসপাতালের শত শত রোগী আতঙ্কে নিচে নেমে আসেন। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে হতাহতে কোনো খবর পাওয়া যায়নি।

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুটি ইউনিট হাসপাতালে পৌঁছায়। পরে নতুন ভবনের চার তলায় কিডনি বিভাগের একটি এসির মেশিনে আগুন নির্বাপন করা হয়।

তিনি জানান, এসির বাইরের অংশ জানালার সঙ্গে থাকায় ও তার নিচে পুরাতন কাপড়ের স্তূপ থাকায় আগুন এসি মেশিনে ছড়িয়ে পড়ে।  

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×