
নিকুঞ্জের সিটি সেন্টার স্কুল অ্যান্ড কলেজে আগুন।
রাজধানীর নিকুঞ্জের সিটি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ হোস্টেলের ১৪ তলা ভবনের ৯ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
তিনি বলেন, নিকুঞ্জ সিটি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ হোস্টেলের ১৪ তলা ভবনের ৯ তলায় আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আমাদের সাতটি ইউনিট সন্ধ্যা ৬টা ৫৪ মিনিটে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। সর্বশেষ খবর অনুযায়ী আমাদের ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এমএম