ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

জোটে ভাঙ্গন, শরিক দলের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা

বাম জোট ও ৭ দল মিলে ‘গণতন্ত্র মঞ্চ’ গঠনে প্রথমেই ধাক্কা

প্রকাশিত: ০০:১৮, ২১ মে ২০২২

বাম জোট ও ৭ দল মিলে ‘গণতন্ত্র মঞ্চ’ গঠনে প্রথমেই ধাক্কা

বিকাশ দত্ত ॥ আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোতে জোট গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। রাজনীতিতে এখন চলছে নানা মেরুকরণ। বিভিন্ন রাজনৈতিক দল দৌড়ঝাঁপ শুরু করেছে। বৃহত্তর জোট গঠনের উদ্যোগ নিলেও প্রথমেই ধাক্কা খেয়েছে গণতান্ত্রিক মঞ্চ। নয় দলের সমন্বয়ে বাম গণতান্ত্রিক জোট ও সাতটি রাজনৈতিক দল মিলে বৃহত্তর জোট ‘গণতন্ত্র মঞ্চ’ গঠনের প্রক্রিয়া থমকে গেছে। বাম জোট ঐ মঞ্চে যাচ্ছে না। একই সঙ্গে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীও মঞ্চের সঙ্গে নেই। বেশ কয়েকদিন তোড়জোড় থাকলেও এই মোর্চার আঁতুর ঘরেই মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আবারও ২৩ মে সাত দলের (গণতন্ত্র মঞ্চ) পরবর্তী সভা উত্তরায় আ স ম আব্দুর রবের বাসায় ডাকা হয়েছে, সেখানেই হয়ত এটার নামকরণ বা কীভাবে আত্মপ্রকাশ করা যায় তা নিয়ে আলোচনা হবে। এদিকে বাম গণতান্ত্রিক জোটের দুই দল গণতন্ত্র মঞ্চ গঠনের উদ্যোগ নেয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানা গেছে। কারণ একই দল দুই জোটে থাকতে পারবে না। এ বিষয়ে জোটে দুই শরিকদল বলেছে- যদি ওখানকার কাজে অসুবিধা হচ্ছে এমন হলে, তখন নিশ্চয় আলাপ, আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। বাম জোটের অন্য শরিকদলগুলো গণতন্ত্র মঞ্চে যাচ্ছে না। অন্যদিকে বাম জোট থেকে দুই দলে মঞ্চে যাওয়াতে জোট ভাঙ্গনের মুখে পড়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ খবর জানা গেছে। প্রথম ধাপেই গণতান্ত্রিক মঞ্চ থেকে ডাক্তার জাফরুল্লা বেরিয়ে গেছেন। অন্য যে সমস্ত দল রয়েছে তাদের মধ্যে নানা মনের নানা মতের মানুষ রয়েছে। বিপ্লবী ওয়ার্কার্স পাটি ও গণসংহতি গণতন্ত্র মঞ্চে যাবার পর বাম গণতান্ত্রিক জোটেও ভাঙ্গন দেখা দিয়েছে। সব মিলে জোট ও মঞ্চে হ-য-ব-র-ল অবস্থার সৃষ্টি হয়েছে। তবে জোট ও মঞ্চের নেতৃবৃন্দ বলেছেন, কিছুদিন অপেক্ষা করতে হবে। এর পর বিষয়টি সুরাহা হয়ে যাবে। বাম গণতান্ত্রিক জোটের অন্যতম শরিক দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম জনকণ্ঠকে স্পষ্ট ভাষায় বলেছেন, আমরা সাত দলের নেতৃত্বে গণতান্ত্রিক মঞ্চে যাচ্ছি না। যারা (দুই দল) গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ঐ মঞ্চের সঙ্গে আমরা নেই। একই দল দুই জোটে থাকতে পারে না। ধান্দাবাজি পলিটিক্সে আমরা নেই। তিনি বলেন, বাম জোট ভাঙ্গবে না। বাম জোটে কিছু প্লাসও হতে পারে। যারা ধান্দাবাজি করে তারা হয়ত যুক্ত হতে পারে। তিনি আরও বলেন, নির্বাচন এলে বা কাছে এগুলে তখন ধরনে মুভ হয়। এবং নানা ধরনের ইন্টারেস্টেড গ্রুপ এটার সঙ্গে জড়িত থাকে। ঐ পলিটিক্সে তো আমরা নেই। বৃহত্তর ঐক্য জাতীয় ঐক্য এসব কোন শ্রেণীর স্বার্থে। শ্রেণীর কারণে রাজনীতি হয়। আমরা জনগণের স্বার্থে জনগণের স্েঙ্গ আছি। বাম জোট ভাঙ্গবে না। কেউ কেউ চলে যেতে পারে। বাম জোটের শরিক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণসংহতি সাত দলের সঙ্গে গণতন্ত্র মঞ্চ গঠনের উদ্যোগ নিয়েছে। তাদের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। শীঘ্রই একটা বৈঠক হবে। সেখানে তাদেরকে জিজ্ঞাসা করা হবে। সন্তোষজনক জবাব না পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ প্রসঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জনকণ্ঠকে বলেছেন, আমাদের বক্তব্যও স্পষ্ট। এই গণতন্ত্র মঞ্চটা এখনও আত্মপ্রকাশ করেনি। এখনও আলাপ, আলোচনার পর্যায়ে। এটা ভবিষ্যতে কিভাবে আত্মপ্রকাশ করবে সেটা ভবিষ্যতের বিষয়। আমরা জোটের বন্ধুদের বলেছি, যেহেতু এটা জাতীয় একটি মঞ্চ; ফলে বাম দলের শরিকদেরকেও আমরা অংশ নেয়ার জন্য বলেছি। এখন কোন জোটের মতো রাজনীতি জোট নয়। ভবিষ্যতে কোন জোট হবে কিনা ভবিষ্যতের প্রশ্ন। ফলে আমরা এখন এটা যদি ভবিষ্যতে সত্যি সত্যি কখনও জোটে ডেভেলপ করে তখন নিশ্চয়ই বিবেচনা করব। যদি দেখা যায় বাম জোটে থাকলে ওখানকার কাজে অসুবিধা হচ্ছে,তখন নিশ্চয়ই ভবিষ্যতে আলাপ- আলোচনা করে সিদ্ধান্ত নেব। নয় দল থেকে দুই দল গণতন্ত্র মঞ্চে আসায় বাম জোট ভাঙ্গছে কিনা। তার উত্তরে তিনি বলেন, এখানে জোয়ার-ভাটার কোন প্রশ্ন নয়। আমরা দীর্ঘদিন ধরে আলাপ-আলোচনা করছি মঞ্চ গড়ে তোলার জন্য। প্রত্যেকের যার যার দল আছে। কারো কারো জোটও আছে। এখানে যারা আসছেন তারা একটা কমন জোট নিয়ে একটা সাধারণ পর্যায়ে একটি মঞ্চ গড়ে তোলার জন্য। এই মঞ্চ তো বাম মঞ্চ দাবি করছে না। বা ডান মঞ্চও বলছে না। ্এটা গণতন্ত্র মঞ্চ। ডাক্তার জাফরুল্লাকে আমরাই বাইরে থাকার জন্য বলেছি। মঞ্চের অঙ্কুর বিন্ষ্ট করার জন্য অনেকেই সক্রিয় আছে। এ সমস্ত মোকাবেলা করেই মঞ্চ তৈরি করা হবে। একটি সূত্র জানায়, গণতান্ত্রিক মঞ্চের কাজ ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। ২৩ মের বৈঠকে মঞ্চের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এখানে বামপন্থী, মধ্যপন্থী, উদারনৈতিক এদেরকে বলি প্রগতিশীল গণতান্ত্রিক এ ধরনের দল রয়েছে। বাম গণতান্ত্রিক জোট আছে এর বাইরে কেন গণতান্ত্রিক মঞ্চ গঠনের উদ্যোগ নেয়া হচ্ছে। বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক আব্দুস সাত্তার বলেছেন, বাম জোটের শরিক দু’দলকে (বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণসংহতি যে কোন একটি পথ বেছে নিতে হবে।
×