ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সবকিছু করবে সরকার ॥ হানিফ

প্রকাশিত: ০১:২৩, ১৯ মে ২০২২

অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সবকিছু করবে সরকার ॥ হানিফ

বিশেষ প্রতিনিধি ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক করতে সরকার যা যা করার প্রয়োজন সব করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, নির্বাচন সংবিধান অনুযায়ী ও যথাসময় হবে। আমরা চাই নির্বাচন অংশগ্রহণমূলক হোক এবং সব দল অংশগ্রহণ করুক। সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে সরকারের যা যা করার প্রয়োজনে সব করবে। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে ‘আগামী নির্বাচন, রাজনৈতিক সঙ্কট ও উত্তরণের উপায়’ শীর্ষক মুক্ত আলোচনা সভায় তিনি একথা বলেন। যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে বিবার্তা২৪ডটনেট ও জাগরণ টিভি। হানিফ বলেন, আগামী নির্বাচন সকল দলের অংশগ্রহণে হবে। বিএনপি বলেছে, তারা নির্বাচনে অংশ নেবে না। রাজনীতির মাঠে সুবিধা নেয়ার জন্য, দরকষাকষি করার জন্য তারা এসব বলছে। বিএনপি-জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, দুটি দলের জন্মই পাকিস্তানে। পাকিস্তানী জামায়াতের অংশ হলো বাংলাদেশের জামায়াতে ইসলামী। আর বিএনপির প্রতিষ্ঠাতা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই’র লোক। এই দুটি দল একই মায়ের পেটের সন্তান। এরা বাংলাদেশের কেউ না। এই দল দুইটা বাংলাদেশবিরোধী রাজনৈতিক দল। বাংলাদেশ সুপ্রীমকোর্টের আপীল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, আমি এখন দেশে কোন সঙ্কট দেখছি না। কিসের সঙ্কট? স্বাভাবিক নিয়মে নির্বাচন হবে। সরকার সেদিকেই যাচ্ছে। এজন্য নির্বাচন কমিশন গঠনের প্রয়োজন ছিল, সেটাও হয়েছে।
×