ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নবজাতকের করোনা

প্রকাশিত: ২৩:৩৯, ২৮ জানুয়ারি ২০২২

নবজাতকের করোনা

* নবজাতকের করোনা প্লাসেন্টা দিয়ে যায় না বলে মনে করা হয়। তবে এবারে কেউ নিশ্চিত নয়। * তবে নবজাতক যে করোনা পজিটিভ হবে না, তা নয়। * নবজাতক করোনা পজিটিভ হলে তাকে মায়ের সঙ্গেই রাখতে হবে। বুকের দুধই খাবে। * মা পজিটিভ হলে মা একটা মাস্ক পরে বাচ্চাকে দুধ খাওয়াবে। * যে এ্যাটেনডেন্ট থাকবে সেও মাস্ক পরবে। * অন্য কাউকে ঢুকতে দেবে না। * নবজাতকের করোনা তাকে তেমন কাবু করতে পারে না। * যদি নিউমোনিয়া দেখা যায়, তবে তাকে চিকিৎসা দিতে হবে। ডাঃ এ টি এম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×