ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বুদ্ধি থাকলেই নাকি বছরে দেড় কোটি টাকা উপার্জন করা যায়!

প্রকাশিত: ২২:১০, ১৬ সেপ্টেম্বর ২০২১

বুদ্ধি থাকলেই নাকি বছরে দেড় কোটি টাকা উপার্জন করা যায়!

স্টাফ রিপোর্টার ॥ স্বল্প টাকার বেতনেও অল্পদিনেই কোটিপতি হওয়া যায়। এজন্য বুদ্ধি থাকতে হয়! সাহস থাকতে হয়! এমন অমৃত বাণী উচ্চারণ করার দুঃসাহসী ব্যক্তির নাম ফারহানুল ইসলাম। যিনি বিআরটিএর সহকারী পরিচালক হিসেবে মাত্র আট বছর চাকরি করেই বনে গেছেন ১২ কোটি টাকার মালিক। অর্থাৎ বছরে দেড় কোটি টাকা উপার্জন। এই গুণধরের বিরুদ্ধে মামলা করার পর দুদক জানিয়েছে তার আমলনামা। বুদ্ধি থাকলে নাকি টাকা কামানো যায়- এটা ছিল কমন কথা। দুদকের মতে, ২০১২ সালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএর সহকারী পরিচালক হিসেবে যোগদান করেছিলেন। এর মধ্যেই তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন। ঘুষ, দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অর্জিত এসব স্থাবর-অস্থাবর সম্পদ করেছেন পরিবারের বিভিন্ন সদস্যদের নামে। কিন্তু তবু শেষ রক্ষা হয়নি তার। প্রাথমিক তদন্ত শেষে ফারহানুল ইসলাম নামে বিআরটিএর ওই কর্মকর্তার নামে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। মামলায় আসামি করা হয়েছে তার ভাই রায়হানুল ইসলামকেও। বুধবার দুদক সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ সংস্থাটির উপ-পরিচালক রফিকুজ্জামান বাদী হয়ে ওই দুই ভাইয়ের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে একটি মামলা দায়ের করেন। দুদক জানায়- ফারহানুল ইসলামের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগতি থানাধীন রামদয়াল চরআলগী এলাকায়। ২০১২ সালের ১৯ সেপ্টেম্বর তিনি বিআরটিএর সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি ঘুষ, দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বিপুল অর্থ আয় করেন। দীর্ঘদিন ছিলেন মিরপুরের বিআরটিএ কার্যালয়ে। গত বছরের ২ নবেম্বর তিনি নোয়াখালী সার্কেলে বদলি হন।
×