ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

‘বিল্ডিং কোড না মানলে কোনো ট্রেড লাইসেন্স নবায়ন নয়’

প্রকাশিত: ১৪:৪৩, ২১ আগস্ট ২০২১

‘বিল্ডিং কোড না মানলে কোনো ট্রেড লাইসেন্স নবায়ন নয়’

অনলাইন ডেস্ক ॥ বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) মেনেই ট্রেড লাইসেন্স দেয়া হবে। ‘তার আগ পর্যন্ত চেয়ারম্যান বাড়ির নিচে এবং উপরে যতো প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স আপাতত স্থগিত থাকবে, কোনো নবায়ন হবে না’ বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। আজ শনিবার (২১ আগস্ট) দুপুরে রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার একটি ছয়তলা ভবনের তৃতীয়তলায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। তিনি বলেন, ‘এই বিল্ডিংটা অনেক পুরনো। বিএনবিসি-২০০৬ করার আগে বিল্ডিংটি করা হয়। ভবনে ক্রেস্ট বানানোর গোডাউন রয়েছে বলে জানতে পেরেছি। কী কারণে আগুন লেগেছে, সেটি অবশ্যই তদন্তের মাধ্যমে বের হবে। আমরা এখনো সেটা বুঝতে পারছি না। তারা বলছে, বিকল্প সিঁড়ি পেছন দিয়ে আছে।’ মেয়র বলেন, ‘এখানে আগে অনেক গার্মেন্টস ছিল, সেটা স্থানান্তর হয়ে গেছে। এখন আমরা আগে দেখব, ভেতরে কোন লোক আছে কি-না। তবে কেউ আটকা পড়ার খবর আমরা পাইনি। ফায়ার সার্ভিসের তিনটি টিম ভেতরে ঢুকেছে। সিটি করপোরেশনের টিমও ঢুকেছে। কেউ যদি আটকা পড়ে থাকে, তাদের উদ্ধার করব। এরপর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’ আতিকুল ইসলাম বলেন, ‘এটা পুরনো বিল্ডিং, ঝুঁকিপূর্ণ নয়। ঝুঁকিপূর্ণ কি-না সেটা বলবে বুয়েট। বিল্ডিং কোড হয়েছে ২০০৬ সালে। তার আগে এ বিল্ডিং হয়েছে তার আগে। আমাদের কথা হলো- যারা আগে বিল্ডিং করেছেন, গার্মেন্টসও অনেক আগে হয়েছে। কিন্তু এরপরও লোহার সিঁড়ি করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আঞ্চলিক কর্মকর্তাকে বলেছি এ বিল্ডিংয়ে পরবর্তীতে যারা আসবে, লাইসেন্স নেয়ার জন্য প্রত্যেকটি বিল্ডিংয়ের মালিককে বিএনবিসি কোড মেনে ট্রেড লাইসেন্স দিতে হবে। এছাড়া এ এলাকার বড় বড় বিল্ডিং যাদের আছে, তাদের মালিকদের বলব- বিএনবিসি কোড মেনেই ট্রেড লাইসেন্স দেয়া হবে। বিএনবিসি মেনে আসলেই তাদের ট্রেড লাইসেন্স নবায়ন করা হবে।’ ‘তার আগ পর্যন্ত চেয়ারম্যান বাড়ির নিচে এবং উপরে যতো প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স আপাতত স্থগিত থাকবে, কোনো নবায়ন হবে না’ বলে উল্লেখ করেন মেয়র আতিকুল।
×