ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বর্ধিত মহীসোপানের নতুন সীমায় সুনীল অর্থনীতিতে সম্ভাবনা ॥ রাবাব ফাতিমা

প্রকাশিত: ২৩:৩২, ১০ ডিসেম্বর ২০২০

বর্ধিত মহীসোপানের নতুন সীমায় সুনীল অর্থনীতিতে সম্ভাবনা ॥ রাবাব ফাতিমা

জনকণ্ঠ ডেস্ক ॥ জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেছেন, আমাদের জাতীয় উন্নয়ন লক্ষ্য অর্জনে সমুদ্র সম্পদের অনুসন্ধান ও সদ্ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রদূত ৭৫তম জাতিসংঘ সাধারণ পরিষদের ৩৮তম প্লেনারি সেশনে ‘সমুদ্র আইন’ বিষয়ক এক আলোচনা সভায় বলেন ‘বঙ্গোপসাগরে বর্ধিত মহীসোপানে বাংলাদেশের সীমা নির্ধারিত হলে বিস্তীর্ণ এই সমুদ্র এলাকায় প্রাকৃতিক সম্পদ অন্বেষণ করতে সক্ষম হবে বাংলাদেশ, যা আমাদের জাতীয় উন্নয়ন লক্ষ্য অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ খবর বাসসর। সম্প্রতি জাতিসংঘের মহীসোপন সীমা বিষয়ক কমিশনে বঙ্গোপসাগরে বর্ধিত মহীসোপানে বাংলাদেশের সীমা সংক্রান্ত সংশোধিত তথ্যাদি প্রদানের বিষয়টির উদাহরণ টেনে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, বর্ধিত মহীসোপানের নতুন সীমা ‘সুনীল অর্থনীতির সম্ভাবনাগুলোকে ঘরে তুলতে নতুন সুযোগ এনে দেবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ইতোমধ্যেই ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিষয়ক বিরোধের চূড়ান্ত নিষ্পত্তি করতে পেরেছে এবং এ সংক্রান্ত সংশোধিত তথ্যাদি জাতিসংঘে জমা দিয়েছে।
×