ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে যারাই ক্ষমতায় আসুক আমাদের সমস্যা হবে না ॥ মোমেন

প্রকাশিত: ২৩:০২, ৫ নভেম্বর ২০২০

যুক্তরাষ্ট্রে যারাই ক্ষমতায় আসুক আমাদের সমস্যা হবে না ॥ মোমেন

জনকণ্ঠ ডেস্ক ॥ ‘যুক্তরাষ্ট্রের নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক না কেন আমাদের কোন সমস্যা হবে না’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। খবর বাসস ও বাংলানিউজের। যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে মন্তব্য জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, কোন দেশের পররাষ্ট্রনীতি কোন ব্যক্তির ওপর নির্ভর করে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই ভাল। সে কারণে তাদের নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক না কেন আমাদের কোন সমস্যা হবে না। এর আগে মঙ্গলবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও একই কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোন বিশেষ দল বা ব্যক্তির সঙ্গে নির্ভর করে না, আমাদের সম্পর্ক সে দেশের সরকারের সঙ্গে। সে কারণে যুক্তরাষ্ট্রের নির্বাচনে যারাই জয়লাভ করুক না কেন, আমাদের সম্পর্কে কোন প্রভাব পড়বে না।’ ফরাসী পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি ॥ সাম্প্রতিক ইস্যুতে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁকে চিঠি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানিয়েছেন তিনি। তিনি জানান, চিঠিতে আমরা ফ্রান্সে নিহত ব্যক্তিদের বিষয়ে দুঃখ প্রকাশ করেছি। আমরা বলেছি, কেউ মারা যাক, সেটা আমরা চাই না। আমরা এও বলেছি, আমরা ফ্রিডমে বিশ্বাস করি, তবে এসব বিষয় নিয়ে আরও স্পর্শকাতর হওয়া উচিত। এ ক্ষেত্রে উস্কানিমূলক কোন কিছু করা ঠিক হবে না বলেও আমরা জানিয়েছি। ফ্রান্স ইস্যুতে ঢাকায় হেফাজত ইসলামসহ অন্য ইসলামী রাজনৈতিক দলগুলোর আন্দোলন প্রসঙ্গে জানতে চাইলে ড. মোমেন বলেন, আমরা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। যে কোন দলই মত প্রকাশ করতে পারে, তবে সেটা যেন হয় শান্তিপূর্ণভাবে। ড. মোমেন বলেন, ফ্রান্স ইস্যুতে আজ তরিকত ফেডারেশনের নেতারা আমার সঙ্গে দেখা করেছেন। তারা এ নিয়ে জাতীয় সংসদে রেজুলেশন তোলার জন্য অনুরোধ করেছেন। আমি তাদের বলেছি, আপনারাও সংসদ সদস্য সেটা আপনারা তুলতে পারেন। সাংবাদিক রবার্ট ফিস্কের মৃত্যুতে শোক ॥ আয়ারল্যান্ডের সাংবাদিক ও কলামিস্ট রবার্ট ফিস্কের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মধ্যপ্রাচ্য বিষয়ে বিশেষজ্ঞ রবার্ট ফিস্ক ছিলেন সত্য উদঘাটনে দৃঢ় প্রতিজ্ঞ। এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য বিষয়ে তার ধারণা খুব স্পষ্ট এবং এ বিষয়ে তার লেখা ছিল বস্তুনিষ্ঠ। তিনি এ এলাকার বাস্তবচিত্র তুলে ধরেছেন। রবার্ট ফিস্ক একজন প্রখ্যাত সাংবাদিক হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। প্রবীণ এ সাংবাদিক ৭৪ বছর বয়সে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে রবিবার মৃত্যুবরণ করেন।
×