ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ফতুল্লায় বাবার ছুরিকাঘাতে ছেলে নিহত

প্রকাশিত: ০১:৩৬, ৯ জুলাই ২০২০

ফতুল্লায় বাবার ছুরিকাঘাতে ছেলে নিহত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ফতুল্লার গেইদ্দার বাজার এলাকায় পারিবারিক কলহের জের ধরে পিতার ছুরিকাঘাতে ছেলে মোঃ সোহাগ (১৫) নিহত হয়েছে। একই ঘটনায় সোহাগের মা মনোয়ারা বেগম (৩৮) আহত হয়েছে। পরে পিতা হারেস মিয়া (৪৫) নিজেও ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেছে। মঙ্গলবার রাত দেড়টায় এ ঘটনাটি ঘটে। আহত মা মনোয়ারা বেগম ও বাবা হারেস মিয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, ফতুল্লার গেইদ্দার বাজার এলাকার রিক্সাচালক হারেস মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম পরকীয়ায় আসক্ত এমন সন্দেহ থেকে প্রায়ই তাদের মধ্যে পরিবারিক কলহ লেগেই ছিল। একই কারণে মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ সময় ক্ষিপ্ত হয়ে হারেস মিয়া মনোয়ারা বেগমকে ছুরিকাঘাত করে। এ সময় মাকে বাঁচাতে ছেলে মোঃ সোহাগ এগিয়ে এলে তার বাবা তাকেও ছুরিকাঘাত করে। পরে স্ত্রী ও ছেলেকে ছুরিকাঘাত করে হারেস মিয়া নিজের পেটে একাধিক ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা চলান। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছেলে সোহাগ মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত স্ত্রী মনোয়ারা বেগম ও স্বামী হারেস মিয়াকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সিলেটে যুবক স্টাফ রিপোর্টার সিলেট অফিস থেকে জানান, বুধবার সকাল ১০টায় দক্ষিণ সুরমা রেল স্টেশন এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা সকালে ওই যুবকের লাশ রেল স্টেশন এলাকায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে দক্ষিণ সুরমা থানা পুলিশ যুবকের লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, মৃতদেহের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্যে লাশটি সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ছুরিকাঘাতে ওই যুবককে খুন করে দুর্বৃত্তরা লাশটি ফেলে রেখে গেছে। টঙ্গীতে পরকীয়ার জেরে স্বামীকে জবাই নিজস্ব সংবাদদাতা টঙ্গী, থেকে জানান, দীর্ঘ ২৪ বছর ঘর-সংসার করা স্ত্রীর পরকীয়ায় বাধা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে স্বামীকে জবাই করে হত্যা করেছে স্ত্রী। ঘটনাটি ঘটেছে বুধবার টঙ্গীর ফাইসন্স রোডের হিমারদীঘি এলাকার কুদ্দুসের বাড়িতে। নিহত স্বামীর নাম সাইফুল ইসলাম (৫০)। হত্যাকা-ের ঘটনায় স্ত্রী বিউটি বেগমকে রক্তমাখা ছোরাসহ গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। টঙ্গী পূর্ব থানার ওসি আমিনুল ইসলাম জানান, নিহত সাইফুল রংপুর জেলার গঙ্গাচরা থানার চাঁনবাগ গ্রামের সামসুল ইসলামের ছেলে। সে পেশায় একজন ব্যবসায়ী। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। নিহতের পারিবারিক ও প্রতিবেশীদের উদ্ধৃতি দিয়ে ঘটনার বিস্তারিত বিবরণে এসআই বাবুল জানান, দীর্ঘদিন ধরে স্ত্রীর পরকীয়ার জেরে পারিবারিক কলহ চলছিল এই দম্পতির মাঝে। ঘটনার দিন স্বামী স্ত্রীর মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী বিউটি ক্ষিপ্ত হয়ে জবাই করে হত্যা করে স্বামী সাইফুলকে। ধামরাইয়ে বৃদ্ধা নিজস্ব সংবাদদাতা সাভার থেকে জানান, ধামরাইয়ে নিখোঁজের তিন দিন পর সুফিয়া বেগম (৬৮) নামে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার সোমভাগ ইউনিয়নের চরডাউটিয়া এলাকায় ওই বৃদ্ধার নিজ বাড়ির পাশে একটি পরিত্যক্ত মুরগির খামারের পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। জানা গেছে, রবিবার রাতে নিখোঁজ হন ওই এলাকার বাসিন্দা মোঃ গিয়াস উদ্দিনের স্ত্রী সুফিয়া বেগম। তিন দিন পর বুধবার দুপুরে নিহতের স্বজনরা মৃতদেহটি বাড়ির পাশে পরিত্যক্ত মুরগির খামারের পাশে দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ জানায়, মৃতদেহ উদ্ধার করে মর্র্গে প্রেরণ করা হয়েছে। মানিকগঞ্জে লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা মানিকগঞ্জ থেকে জানান, বায়রা ইউনিয়নের চাড়াভাঙ্গা গ্রামের সানাইল চকের পাট খেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করে সিংগাইর থানা পুলিশ। সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জানান, প্রাথমিকভাবে থানায় অপমৃত্যু মামলা নেয়া হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া কিছুই বলা যাচ্ছে না। স্থানীয় লোকজনের কাছে সংবাদ পেয়ে স্থানীয় দুলাল মাঝির বাড়ির উত্তর পাশে জনৈক বদর উদ্দিনের পাট খেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৪০ বছর।
×