ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়েতে বাস চলাচল শুরু

প্রকাশিত: ২৩:২১, ২ জুন ২০২০

ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়েতে বাস চলাচল শুরু

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে সোমবার গণপরিবহন চালু হয়েছে। দীর্ঘ ৬৭ দিন পরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে এই বাস সার্ভিস চালু হলেও যাত্রী চাপ কম। ১৪টি পরিবহনের প্রায় ৫শ’ বাস শিমুলিয়া-ঢাকা রুটে চলাচল করে। সব বাসই সচল রাখা হয়েছে। এখানকার বেশিরভাগ বাসই ৫২ সিটের। এখন ২৬ জন করে যাত্রী বহন করা হচ্ছে। এদিকে সোমবার দুপুরে সামাজিক দূরত্ব বজায় রাখতে শিমুলিয়া ঘাটের পুলিশ কন্ট্রোল রুটে একটি সভা হয়। এতে লৌহজং উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মু. রাশেদুজ্জামান ও অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আসাদুজ্জামানসহ পুলিশ, নৌপুলিশ ও ট্রাফিক কর্মকর্তা ছাড়াও বাস, স্পীডবোট ও লঞ্চ মালিক সমিতি এবং ইজাদার অংশ নেন। সভায় সিদ্ধান্ত হয়, অর্ধেক যাত্রী নিয়েই প্রতিটি গণপরিবহনকে ছেড়ে যেতে হবে। ট্রিপ শেষে বাসটিতে জীবাণুনাশক স্প্রে করতে হবে। কোন মতেই সরকারী ভাড়ার বেশি ভাড়া নেয়া যাবে না। নৌযানগুলোর ক্ষেত্রেও একই ব্যবস্থা নেয়া হবে। তবে বিআইডব্লিউটিএ থেকে স্প্রীডবোডে ভাড়া নির্ধারণ না হওয়া পর্যন্ত বর্তমান ভাড়ায় অর্ধেক যাত্রী নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে। শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ১৪টি ফেরিতে করে স্বাভাবিক পারাপার চলছে। ঘাটে তেমন কোন যানবাহন অপেক্ষায় নেই। অল্প সময়ের মধ্যেই ফেরিতে উঠতে পারছে। ৮৭টি লঞ্চ এবং সাড়ে ৪শ’ স্পীডবোটেও যাত্রী পারাপার চলছে। তাই ফেরিতে আগের মতো গাড়িবিহীন যাত্রীর চাপ নেই। ছোট আকারের যানবাহন- কার, মাইক্রোবাস, পিকাপ এবং মোটরবাইক বেশি পারাপার হচ্ছে। এছাড়াও বাস, পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যানও পারাপার হচ্ছে। এর মধ্যে রাজধানীগামী যান এবং যাত্রী বেশি লক্ষ্য করা যাচ্ছে। পরিবহন শ্রমিকদের সঙ্গে পুলিশের সভা ॥ করোনাভাইরাসের সংক্রমণ থেকে জনসাধারণকে রক্ষার্থে এবং গণপরিবহনে যাত্রী ও জনসাধারণের মাঝে করোনাভাইরাস নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের বিভিন্ন গাড়ির চালক, হেলপার ও পরিবহন শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ।
×