ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

৪ মে থেকে ব্যবসা প্রতিষ্ঠান খুলছে ইতালিতে

বিশ্বে মৃত্যু ২ লাখ ৫ হাজার, আক্রান্ত ২৯ লাখ ৭২ হাজার

প্রকাশিত: ২২:১১, ২৭ এপ্রিল ২০২০

বিশ্বে মৃত্যু ২ লাখ ৫ হাজার, আক্রান্ত ২৯ লাখ ৭২ হাজার

জনকণ্ঠ ডেস্ক ॥ বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনায় আক্রান্ত হয়ে রবিবার পর্যন্ত ২ লাখ ৫ হাজার ৯৭০ জনের বেশি মানুষের মৃত্যুর রেকর্ড ছাড়াল। সারাবিশ্বে আক্রান্ত হয়েছে ২৯ লাখ ৭২ হাজার ৫৫০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ লাখ ৭৩ হাজার ৮৬৮ জন। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া যায়। খবর সিএনএন, বিবিসি, গার্ডিয়ান, ওয়াশিংটন পোস্ট, রয়টার্স, স্ট্রেইট টাইমস, সাউথ চায়না মর্নিং পোস্ট, ইউএসএ টুডে, এনডিটিভি, হিন্দুস্তান টাইমস ও বেলজিয়াম টাইমসের। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার থেকে জানা যায়, বিশ্বের ২১০ দেশে করোনাভাইরাস ছড়িয়েছে। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। এ দেশটিতেই মারা গেছে ৫৪ হাজারের বেশি মানুষ। এছাড়া ইউরোপ ও আফ্রিকার অনেক দেশেও ভয়াবহ পরিস্থিতি ধারণ করছে করোনা সংক্রমণ। ব্রিটেনে করোনায় মারা গেছে ২০ হাজারের বেশি মানুষ। এদিকে ব্রিটিশ একটি স্থানীয় পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সেখানে বাড়িতে বা নার্সিংহোমে করোনার উপসর্গ নিয়ে যারা মারা যাচ্ছে করোনায় মৃত্যুর হিসাবে তাদের ধরা হচ্ছে না। ভারতে মৃত্যু বেড়ে ৮২৫ ॥ গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৯০ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন, যা একদিনে সর্বোচ্চ। এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ২৬ হাজার ৪৯৬ জন এবং মারা গেছেন ৮২৫ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫০ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার আটশ’ রোগী। সুস্থ হওয়ার হার ২১ দশমিক নয় শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৪১ জন। আংশিক কার্ফু তুলে নিলো সৌদি ॥ করোনা সংক্রমণ ঠেকাতে কার্ফু জারি রয়েছে সৌদি আরবে। তবে বর্তমানে মক্কা নগরী ছাড়া অন্য সব অঞ্চলে কার্ফু আংশিকভাবে তুলে নিয়েছে। যুক্তরাষ্ট্রে আরও ২৪৯৪ মৃত্যু ॥ করোনা মৃত্যুপুরীতে পরিণত হওয়া যুক্তরাষ্ট্রে সবশেষ ২৪ ঘণ্টায় প্রায় দুই হাজার ৪৯৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা ৫৪ হাজার ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে। সেখানে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৯ লাখ ৬০ হাজার ৮৯৬ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৪ হাজার ২৬৫ জনের। ইতোমধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ১৮ হাজার ১৬২ জন। ১৫ হাজার ১১০ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। ফ্রান্সে আরও ৩৬৯ মৃত্যু ॥ প্রাণঘাতী করোনায় মৃত্যুর সংখ্যা তুলনামূলক কমেছে। দেশটিতে এ ভাইরাসে মৃত্যু হয়েছে আরও ৩৬৯ জনের। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৬১৪ জনে। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে ১৯৮ জনের মৃত্যু হয়েছে। গত এক মাসে এটাই সবচেয়ে কম মৃত্যুর হার। ফ্রান্সে সাড়ে ৭ হাজারেরও বেশি রোগী নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছে। বৈশ্বিক মৃত্যু বাড়ছে ॥ যুক্তরাষ্ট্রের পর করোনায় মৃত্যুতে শীর্ষ দেশগুলোর মধ্যে বেশিরভাগ ইউরোপের। ইতালিতে ২৬ হাজার ৩৮৪, স্পেনে ২২ হাজার ৯০২, ব্রিটেনে ২০ হাজার ৩১৯, বেলজিয়ামে ৬ হাজার ৯১৭, জার্মানিতে ৬ হাজার ৮০৫ ও নেদারল্যান্ডসে মারা গেছে ৪ হাজার ৪০৯ জন। চীনে প্রাদুর্ভাব শুরু হলেও দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা এখন ৪ হাজার ৬৩২। তবে এশিয়ায় ৫ হাজার ৬৫০ মৃত্যু নিয়ে চীনের ওপরে রয়েছে ইরান। তুরস্কে মারা গেছে দুই হাজার ৬ জনের বেশি মানুষ। আক্রান্তের দিক দিয়ে চীন ও ইরানের ওপরে রয়েছে তুরস্ক। স্পেনে মৃত্যু আরও ২৮৮ ॥ গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৮৮ জন মারা গেছেন। যা গত এক মাসের মধ্যে সর্বনিম্ন দৈনিক মৃত্যু। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশে এখন পর্যন্ত মারা গেছেন ২৩ হাজার ১৯০ জন। গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭২৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ২ লাখ সাত হাজার ৬৩৪। উহানে কোন রোগী নেই ॥ চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহর থেকে সারবিশ্বে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। সেই উহান শহরের হাসপাতালগুলোতে এখন আর কোন কোভিড-১৯ রোগী নেই। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের মুখপাত্র মি ফেং জানান, উহানের শেষ গুরুতর অসুস্থ কোভিড-১৯ রোগীটিও হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন শুক্রবার। জার্মানিতে আরও ১৭৩৭ মৃত্যু ॥ করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। দেশটিতে নতুন করে আরও এক হাজার ৭৩৭ জন প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ৫৬ হাজার ৫১৩। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে পাঁচ হাজার ৮৭৭ জন। তুরস্কে মৃত্যু বেড়ে ২৭০৬ ॥ মহামারী করোনায় সংক্রমিত হয়ে তুরস্কে নতুন করে আরও ১০৬ জন মারা গেছে। এ নিয়ে দেশটিতে করোনায় দুই হাজার ৭০৬ জনের মৃত্যু হলো। নতুন করে আরও দুই হাজার ৮৬১ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। ব্রিটেনে আরও ৭১১ মৃত্যু ॥ করোনায় মৃত্যুর সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেছে। নতুন করে মারা গেছে ৭১১ জন। এছাড়া স্কটল্যান্ডে ৪৭ জন ও ওয়ালসে ২৩ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে ব্রিটেনে করোনায় মৃতের সংখ্যা ২০ হাজার ৩১৯। আক্রান্ত হয়েছে এক লাখ ৪৮ হাজার ৩৭৭ জনের বেশি মানুষ। ব্যবসা-প্রতিষ্ঠান খুলছে ইতালিতে ॥ ইউরোপে সবার আগে করোনার হানায় বিপর্যস্ত হয়েছিল ইতালি। সবার আগে লকডাউনও জারি করেছিল তারা। গত কয়েকদিনে করোনার প্রকোপ কমে আসায় আগামী ৪ মে থেকে ব্যবসা-প্রতিষ্ঠান ও সেপ্টেম্বর মাসে স্কুলগুলো ফের চালু করার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জিউসেপ কোত। সিঙ্গাপুরে নতুন আক্রান্ত ৯৩১ ॥ নতুন করে আরও ৯৩১ জন প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৬২৪। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এখন পর্যন্ত মোট ১২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। সুস্থ হয়ে উঠেছেন এক হাজার দুই জন। আক্রান্ত বাড়ছে চীন-দক্ষিণ কোরিয়ায় ॥ দক্ষিণ কোরিয়া ও চীনে নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরেই প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। এরপর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে থাকে প্রাণঘাতী এই ভাইরাস। আমিরাতে আরও ৫৩২ আক্রান্ত ॥ সংযুক্ত আরব আমিরাতে নতুন করে ৫৩২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এতে মৃত্যু হয়েছে আরও ৭ জনের। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২৭ জন। আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, দেশটিতে মোট করোনা রোগীর সংখ্যা নয় হাজার ৮১৩। সুস্থ হয়ে উঠেছেন ১৮৮৭ জন। আর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭১ জনে।
×