ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

যুবলীগ নেতার স্ত্রী একদিন কারাবাস করেই জামিনে

প্রকাশিত: ১২:৩৮, ৬ মার্চ ২০২০

  যুবলীগ নেতার স্ত্রী একদিন কারাবাস করেই জামিনে

কোর্ট রিপোর্টার ॥ ঢাকা মহানগর দক্ষিণের যুবলীগের নির্বাহী কমিটির সদস্য (বহিষ্কৃত) জাকির হোসেনের স্ত্রী আয়েশা আক্তার সোমা সাড়ে চার কোটি টাকার অধিক অবৈধ সম্পদ অর্জনের মামলায় একদিন কারাবাসের পরই জামিন পেলেন। বুধবার মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালতে আসামি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই আদালতে বৃহস্পতিবার ওই আসামির জামিনের আবেদন মঞ্জুর করা হয়। আসামি পক্ষে আইনজীবী তাপস চন্দ্র দাস জামিনের আবেদন করেন। দুদকের পক্ষে জামিনের বিরোধিতা করেন প্রসিকিউটর মীর আহাম্মেদ আলী সালাম। গত বছর ১৭ ডিসেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ সোমার বিরুদ্ধে এ মামলা করেন দুদকের সহকারী পরিচালক মোঃ সাইফুল ইসলাম। ক্যাসিনো কেলেঙ্কারিতে গ্রেফতার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী স¤্রাটের সহযোগী জাকির হোসেনকে গত বছর ২৯ অক্টোবর ভোলা থেকে গ্রেফতার করা হয়। গত ১৩ নবেম্বর তার বিরুদ্ধে মামলা করে দুদক। বর্তমানে তিনিও কারাগারে।
×