ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রাজধানীতে পৃর্থকস্থানে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

প্রকাশিত: ০৮:০৩, ২৯ ফেব্রুয়ারি ২০২০

রাজধানীতে পৃর্থকস্থানে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে পৃর্থকস্থানে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার গভীররাতে উত্তরার ৪ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের মাথায় রেললাইন পার হচ্ছিলেন তৌহিদুল ইসলাম (২৩) নামে এক যুবক। এ সময় ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এদিকে বৃহস্পতিবার মধ্যরাতে পুরানো ঢাকার দয়াগঞ্জ ব্রিজের নিচে রেললাইন পার হচ্ছিলেন অজ্ঞাত (২৫) এক যুবক। এ সময় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়। ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান জানান, নিহত ব্যক্তির নাম-ঠিকানা এখনও পুলিশ জানতে পারেনি। সিআইডি ক্রাইম সিন ঢামেক হাসপাতালে গিয়ে তার আঙ্গুলের ছাপ ও বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে। তার নাম ঠিকানা জানার চেষ্টা চলছে। এসআই মোখলেছুর রহমান জানান, শনিবার দুপুরে ঢামেক মর্গে তাদের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
×