ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মিয়ানমার সফরে শি জিন পিং, ৩৩ এমওইউ স্বাক্ষর

প্রকাশিত: ১২:৪৮, ১৯ জানুয়ারি ২০২০

মিয়ানমার সফরে শি জিন পিং, ৩৩ এমওইউ স্বাক্ষর

জনকণ্ঠ ডেস্ক ॥ রোহিঙ্গা গণহত্যা নিয়ে অভিযোগে যখন মিয়ানমার থেকে পশ্চিমা বিশ্ব মুখ ফিরিয়ে নিচ্ছে, ঠিক তখনই মিয়ানমারের অবকাঠামো খাতের উন্নয়নে দেশটির সঙ্গে ডজনেরও বেশি চুক্তি করেছে চীন। দুই দিনের সফরে মিয়ানমারে গিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং শনিবার এসব চুক্তি করেছেন। খবর রয়টার্স ও সিনহুয়ার। কিন্তু ১৯ বছরের মধ্যে চীনের কোন শীর্ষ নেতার প্রথম এ সফরে নতুন বড় কোন প্রকল্পের বিষয়ে কোন সমঝোতা হয়নি। বিশ্লেষকরা জানিয়েছেন, বেজিংয়ের বিনিয়োগের বিষয়ে এমনিতেই মিয়ানমার বেশ সতর্ক থাকে, আর চলতি বছর দেশটিতে নির্বাচন থাকায় তারা আরও সতর্ক ছিল। তারপরও শি ও মিয়ানমারের নেতা আউং সান সুচি চীনের বেল্ট এ্যান্ড রোড উদ্যোগের অংশ হিসেবে ৩৩টি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন। তারা বিশাল বিনিয়োগের অবকাঠামো পরিকল্পনা চীন-মিয়ানমার ইকোনমিক করিডোর, দক্ষিণ-পশ্চিম চীন থেকে ভারত মহাসাগরের উপকূল পর্যন্ত রেল সংযোগ, পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে ১৩০ কোটি ডলারের গভীর সমুদ্রবন্দর নির্মাণ, সীমান্তে বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং বাণিজ্যিক প্রাণকেন্দ্র ইয়াঙ্গনে নতুন একটি শহর গড়ার প্রকল্প দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করতে সম্মত হয়েছেন। তবে বেজিংয়ের সমর্থনে মিয়ানমারে নির্মাণাধীন ৩৬০ কোটি ডলারের বিতর্কিত বৃহৎ বাঁধের কথা তারা উল্লেখ করেননি। ২০১১ সাল থেকে ওই বাঁধের কাজ স্থগিত হয়ে আছে। এসব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে মিয়ানমারে সবচেয়ে বড় বিদেশী বিনিয়োগকারী দেশ হিসেবে চীনের প্রভাব প্রতিষ্ঠা করাই শি’র সফরের লক্ষ্য বলে মত বিশ্লেষকদের।
×